scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

খাবার খেয়েও হচ্ছে সাশ্রয়! মা ক্যান্টিনে হাসিমুখে ভিড় সাধারণ মানুষের

মমতা বন্দ্যোপাধ্যায়
  • 1/6

ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা প্রকল্প চালু করেন। এতে শহরের বিভিন্ন জায়গায় ক্যান্টিন খোলা হয়। সেখানে মাত্র ৫ টাকাতে ভরপেট খেতে পারবেন সাধারণ মানুষ।

দুপুর সাড়ে ১২টা
  • 2/6

দুপুর সাড়ে ১২টা থেকে  ৩টে পর্যন্ত খোলা থাকে। ভাত, ডাল, সবজি ও ডিম পাওয়া যায়। এই খাবারেই সন্তুষ্ঠ সকলে।

জাকির নস্কর
  • 3/6

জাকির নস্কর নামে এক ব্যক্তি জানান, আগে খাবার খেতে তার খরচ হত ৩৫ টাকা। এখন এতে খাবার খেতে তার খরচ হচ্ছে মাত্র ৫ টাকা। ফলে অন্তত ৩০টাকা খরচ কম হচ্ছে।

Advertisement
সৌগত রায়
  • 4/6

সৌগত রায় জানিয়েছেন, গরীবদের সাহায্য করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।

 ১০০ কোটি টাকা
  • 5/6

জানা গিয়েছে, এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার।

শুধু শহরবাসী নয়
  • 6/6

শুধু শহরবাসী নয়,দূর গ্রামের থেকে যারা আসছেন। তারাও প্রচুর উপকূত হচ্ছেন এই প্রকল্পে। দৈনিক ১০০জনকে খাবার দেওয়া হয়
 

Advertisement