ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা প্রকল্প চালু করেন। এতে শহরের বিভিন্ন জায়গায় ক্যান্টিন খোলা হয়। সেখানে মাত্র ৫ টাকাতে ভরপেট খেতে পারবেন সাধারণ মানুষ।
দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকে। ভাত, ডাল, সবজি ও ডিম পাওয়া যায়। এই খাবারেই সন্তুষ্ঠ সকলে।
জাকির নস্কর নামে এক ব্যক্তি জানান, আগে খাবার খেতে তার খরচ হত ৩৫ টাকা। এখন এতে খাবার খেতে তার খরচ হচ্ছে মাত্র ৫ টাকা। ফলে অন্তত ৩০টাকা খরচ কম হচ্ছে।