Advertisement
নির্বাচন

PHOTOS : কলকাতায় বিজেপির অফিসে ঢোকার চেষ্টা তৃণমূল কর্মীদের

বাংলার বিধানসভার ফল
  • 1/5

বাংলার বিধানসভার ফল ঘোষণা সামনে আসতেই বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস শুরু করেছে তৃণমূল কর্মীরা। কিন্তু দেখা গেল কলকাতায় বিজেপির পার্টি অফিসে ঢোকার চেষ্টা করে তৃণমূল কর্মীরা। 
 

একটি বিজয় মিছিল থেকে
  • 2/5

একটি বিজয় মিছিল থেকে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ আটকে দেয়। চলে ধস্তাধস্তি।  
 

বাংলার বিধানসভা নির্বাচনের
  • 3/5

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা দেখে বোঝা যাচ্ছে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। ২০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে বিজেপি আটকে ৮০ থেকে ৯০ এর ধরে।

Advertisement
সংযুক্ত মোর্চা একটি আসনে
  • 4/5

 সংযুক্ত মোর্চা একটি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু সবথেকে খারাপ অবস্থা অধীর দুর্গে। মুর্শিদাবাদ ও মালদাতে কার্যত কোনও ছাপই রাখতে পারেনি কংগ্রেস।
 

তৃতীয় ফের ক্ষমতা দখলের
  • 5/5

তৃতীয় ফের ক্ষমতা দখলের পথে তৃণমূল। ফের একবার কুর্সি দখলের পথে ঘাসফুল শিবির

Advertisement