
মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। আজ প্রথম দফার নির্বাচনের দিনই বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরছেন।

সকাল থেকে কেমন ভোট চলছে, তা জানতে বিভিন্ন বুথে বুথে ঘুরলেন তিনি। এলাকার বেশিরভাগ বুথেই যান তিনি।

প্রথম দফার মধ্যে রয়েছে মেদিনীপুর আসনটি। জুন মালিয়া তাই সকাল থেকেই ব্যস্ত।

জুন মালিয়া বলেছেন সাধারণ মানুষের মানুষের উপর আস্থা রয়েছে। এদিন তিনি একটি মন্দিরেও পুজো দেন সকালে।

এখন পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই হচ্ছে। বড় কোনও ঘটনা জানা যায়নি।

মূলত জঙ্গলমহলের এলাকাগুলি নিয়ে প্রথম দফার ভোট চলছে। সকাল থেকে বুথমুখী ভোটাররা।