TMC প্রাইভেট লিমিটেডের সবথেকে বড় ক্লার্ক জ্ঞানবন্ত ! কটাক্ষ শুভেন্দুর

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)-কে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বৃহস্পতিবার তাঁর কটাক্ষ, এডিজি জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh) হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল (TMC) নামের প্রাইভেট কোম্পানির একজন আপার ডিভিসন ক্লার্ক!

Advertisement
TMC প্রাইভেটের সবথেকে বড় ক্লার্ক জ্ঞানবন্ত ! কটাক্ষ শুভেন্দুরমেদিনীপুরের সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: শাজাহান আলী
হাইলাইটস
  • রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
  • বৃহস্পতিবার তাঁর কটাক্ষ, এডিজি জ্ঞানবন্ত সিং হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নামের প্রাইভেট কোম্পানির একজন আপার ডিভিসন ক্লার্ক
  • পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে বিঁধেছেন তিনি

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)-কে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বৃহস্পতিবার তাঁর কটাক্ষ, এডিজি জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh) হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল (TMC) নামের প্রাইভেট কোম্পানির একজন আপার ডিভিসন ক্লার্ক! পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে বিঁধেছেন তিনি।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে বিজেপির সমাবেশে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অন্যদিনের মতোই ৷ সেই সঙ্গে কটাক্ষ করেন রাজ্যের এডিজি জ্ঞানবন্ত সিংকে-ও ৷ চন্দনগরের সার্কাস ময়দানে এবার শুদ্ধিকরণের কাজ নিয়ে কেশপুরের আনন্দপুরে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ 

তিনি বলেন, কাল যেভাবে চন্দনগরের ভোটাররা রাস্তায় নেমেছেন,সেই ভয় থেকে পুলিশ তৃণমূল নেতাদের সন্তুষ্ট করার জন্য এটা করিয়েছে ৷ আর এডিজি ল অ্যান্ড অর্ডার হচ্ছেন তৃণমূল প্রাইভেট কোম্পানির সব চেয়ে বড় আপার ডিভিশন ক্লার্ক।

তাঁর অভিযোগ, এই ব্যক্তি তোলাবাজ ভাইপোর নির্দেশে গোটা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের জব্দ করা, অত্যাচার করা, মিথ্যা মামলাতে ফাঁসানোতে নেতৃত্ব দিচ্ছেন৷ নির্বাচন কমিশন কি বলেছেন জানি না ৷ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় আমি বলছি, এই লোকটা পশ্চিমবঙ্গের তৃণমূল নামের প্রাইভেট কোম্পানির একজন আপার ডিভিসন ক্লার্ক ৷

এদিকে, তৃণমূলের পরামর্শদাতা, ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের তুমুল সমালোচনা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার হুগলির এক সভা থেকে তিনি তুলোধোনা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি।

এদিন তিনি বলেন, টিভি চ্যানেলে কিছু বলছেন। কী বলছে, আমাদের কাছে একশো শতাংশ আছে। বিজেপিকে তো ৭০ শতাংশের মধ্যে লড়তে হবে। মানেটা কী বুঝলেন? ওঁদের ৩০ শতাংশ ফিক্সড ডিপোজিট রয়েছে। আপনারা ৭০ শতাংশ এক হবেন তো? হবেন তো? ৭০ বেশি না ৩০ বেশি? এখন বলুন আমরা জিতব।

তিনি তৃণমূলের তুমুল সমালোচনা করেন। বলেন, আর তাই তৃণমূল ভাবছে তারা জিতবে। সেখানে কর্মী হয়ে থাকার লোক আমরা নই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement