scorecardresearch
 

West Bengal Election 2021 : প্রার্থী-অসন্তোষ! দিল্লির ধমক খেয়ে প্রচারে আলিপুরদুয়ার BJP সভাপতি

বিক্ষোভের জেরে কালচিনিতে বিজেপির চারটি  মন্ডল অফিস বন্ধ করে দেয় দলের বিক্ষুদ্ধ নেতা ও কর্মীরা। দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ি দুই দিন ঘেরাও করে রাখে বিজেপির কর্মীরা।

Advertisement
কালচিনির বিজেপির প্রার্থী বিশাল লামা (গলায় উত্তরীয়)। ছবি: অসীম দত্ত কালচিনির বিজেপির প্রার্থী বিশাল লামা (গলায় উত্তরীয়)। ছবি: অসীম দত্ত
হাইলাইটস
  • কেন্দ্রীয় নেতৃত্বের ধমক কাজ দিল
  • অবশেষে দলের বিক্ষোভ মিটিয়ে কালচিনির প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা
  • এক সপ্তাহ আগেই বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিশাল লামা

অসীম দত্ত

কেন্দ্রীয় নেতৃত্বের ধমক কাজ দিল। অবশেষে দলের বিক্ষোভ মিটিয়ে কালচিনির প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma)। মাত্র এক সপ্তাহ আগেই বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিশাল লামা।

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর কালচিনির বিজেপির প্রার্থী হিসেবে বিশাল লামা (Bishal Lama)-র নাম ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরই কালচিনি জুড়ে বিক্ষোভ শুরু হয় বিজেপি কর্মীদের মধ্যে।

বিক্ষোভের জেরে কালচিনিতে বিজেপির চারটি  মন্ডল অফিস বন্ধ করে দেয় দলের বিক্ষুদ্ধ নেতা ও কর্মীরা। দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma)-র বাড়ি দুই দিন ঘেরাও করে রাখে বিজেপির কর্মীরা।

কালচিনি বিধানসভা কেন্দ্রে বিশাল লামা (Bishal Lama)-র নাম ঘোষণা হতেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma)। দলীয় কর্মীদের  ক্ষোভ মেটাতে আলিপুরদুয়ারে আসেন দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

আলিপুরদুয়ারে সায়ন্তন বসুর সামনেই দলের জেলা পার্টি অফিসে, দলের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেন কালচিনির বিজেপির নেতা, কর্মীরা। তবে, কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে অবশেষে শুক্রবার দলের প্রার্থীর হয়ে প্রচারে নামেন কালচিনির বিজেপির নেতৃত্ব।

শুক্রবার কালচিনি ব্লকের সমস্ত নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসে দলের জেলা নেতারা। সেই বৈঠকে, কালচিনির নেতাদের জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রার্থী পরিবর্তন করা হবে না।

অবশেষে,বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী বিশাল লামাকে দলের নেতারা তাদের প্রার্থী হিসেবে মেনে নেয়। বিজেপি দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Ganga Prasad Sharma) সংবাদ মাধ্যেমে সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় নেতৃত্ব ধমক দিয়েছে।

সেই কথা কালচিনির বিজেপি নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। দলের সব ক্ষোভ-বিক্ষোভ মিটে গেছে। আজ থেকে দলের কালচিনি বিধানসভার নেতৃত্ব, দলের প্রার্থী বিশাল লামার হয়ে প্রচার শুরু করবেন। বিজেপির প্রার্থী বিশাল লামা (Bishal Lama) বলেন, সব নেতাদের সাথে কথা বলেছি। দলে কোন ক্ষোভবিক্ষোভ নেই।

Advertisement

এদিকে, প্রার্থীতালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে দলের কর্মী-সমর্থকদের মধ্যে। অনেকে দাবি করেছেন, প্রার্থী বদল করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী তাঁরা মানছেন না। এ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন তাঁরা।

 

Advertisement