অমিত শাহবুধবার SIR আর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। সরকার ও বিরোধী পক্ষের তুমুল তর্কের মধ্যেই এসআইআর-এর স্বপক্ষে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানালেন, কোনও অবস্থাতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে স্থান দেওয়া হবে না, এটাই NDA-র প্রধান লক্ষ্য।
বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ হচ্ছে। ওখানে ২২১৬ কিমি বর্ডার আছে। এরমধ্যে ১৬৫৩ কিমি বর্ডারে কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছে। কিন্তু ৫৬৩ কিমি এখনও বাকি। এই পুরো ৫৬৩ কিমি এলাকাই পশ্চিমঙ্গে। বাংলার সীমান্ত বন্ধ করা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সদস্যদের বোঝা উচিত যে, রাহুল গান্ধী 'অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা' করতে গিয়ে সাফ হয়ে গিয়েছেন। এখন TMC-ও যদি সেই রাস্তায় হাঁটে, তাহলে বাংলায় বিজেপির জয় নিশ্চিত।"
শাহের প্রশ্ন, "অনুপ্রবেশকারীরা প্রথমে বর্ডার পার করে আসে বাংলারই কোনও গ্রামে। ভোটার তালিকায় তাঁদের নাম যুক্ত করা হয়। থানা কেন এ বিষয়ে কিছু জানে না? আধার কার্ড-রেশন কার্ড কোথায় তৈরি করে তাঁরা? বাংলাতেই করে। তাহলে এর কোনও দায় রাজ্য সরকারের নেই? এরা আসলে দেশের ভবিষ্যৎ ও সুরক্ষার সঙ্গে আপোষ করছে।"
উল্লেখ্য, এদিন সংসদে অমিত শাহকে চ্যালেঞ্জ করেন রাহুল গান্ধী। গ্রেস সাংসদ বলেন, 'চলুন মিস্টার অমিত শাহ, আপনাকে চ্যালেঞ্জ করছি। আমার প্রেস কনফারেন্সের উপর একটি ডিবেট করুন।' পাল্টা শাহ ফুঁসে ওঠেন। তিনি বলেন, 'আমি কোন ক্রমে সংসদে ভাষণ দেব তা অন্য কেউ ঠিক করে দেবে না। একমাত্র আমি ঠিক করব।'
এছাড়াও, বিরোধীদের আক্রমণ করে অমিত শাহ এদিন বলেন, 'যখন আপনারা জেতেন, নতুন পোশাক পরে শপথ নেন, তখন SIR খুব ভাল তাই তো? কিন্তু বিহারের মতো মুখ থুবড়ে পড়লেই ভোটার তালিকা নিয়ে সমস্যা বের করেন। এই দ্বিচারিতা আর চলবে না।'