Mamata Banerjee : SIR-এ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতার, আহতরা কত পাবেন?

SIR-এ মৃত BLO-দের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

Advertisement
SIR-এ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতার, আহতরা কত পাবেন?  মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • SIR-এ মৃত BLO-দের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের
  • টাকা পাবেন আহতরাও

SIR-এ মৃত BLO-দের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। সেখানেই বিএলও এবং SIR আতঙ্কে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করা হবে বলে জানান। রাজ্য়ের মুখ্যসচিবকে মমতার আরও নির্দেশ, SIR-এর কাজ করতে গিয়ে যে সব বিএলও হাসপাতালে ভর্তি বা আহত তাঁদের ১ লাখ টাকা করে দিতে হবে। সমপরিমাণ টাকা পাবেন আহত ব্যক্তিরাও। 

মমতা বলেন, 'রাজ্যে SIR-এ অনেক মানুষ মারা গিয়েছেন। সুইসাইড করেছেন। তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। বিএলওরাও মারা গিয়েছে। মৃত বিএলওদের মধ্যে দুটি পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। একজনের পরিবার বাকি আছে। চাইলে দিয়ে দেওয়া হবে। অনেকে সম্মানের সঙ্গে টাকা নিতে চান না। আর যে সব বিএলও আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে।'

তিনি আরও জানান, SIR আতঙ্কে যে সব মানুষ আহত হয়েছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁদেরও আর্থিক সাহায্য করা হবে। বলেন, 'SIR আতঙ্কে এখনও অনেকে হাসপাতালে ভর্তি আছেন। আমি যতদূর জানি ৩৯ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা সঙ্কটজনক। ৩ জন আত্মহত্য়া করতে গিয়েছিলেন। তাঁরাও হাসপাতালে ভর্তি। এঁদের সবাইকে ২ লাখ ও ১ লাখ টাকা করে দিয়ে দাও। যাতে পরিবারগুলো ভাবতে পারে যে সরকার তাঁদের পাশে আছে।' 

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর সরকারের আমলে কী কী কাজ হয়েছে সেই খতিয়ান তুলে ধরেন তিনি। গত ১৪ বছরে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, গ্রামোন্নয়ন ও নারী কল্যাণসহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, 'কাজের ক্ষেত্রে বাংলা এখন ভারতের মডেল। রাজ্যে ২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা দেশে বেকারত্বের হার আমরা ৪০ শতাংশ কমিয়েছে এই সরকার। ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে। রাজ্যের কর এবং রাজস্ব বেড়েছে ৫.৩৩ গুণ। কোটি কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement