সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজ তৈরি হচ্ছে নতুন মিম। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে মজার সব মিম। এইসব মজার মিম অনেক সময়ই তৈরি হয় রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে। তৃণমূলনেত্রীকে নিয়ে এমনই এক মজার মিম নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এমনিতেই ২০২১ সালের নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদল নিয়ে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, শিলভদ্র দত্ত, সুনীল মণ্ডলের মতো তৃণমূল নেতৃত্ব দল ছেড়েছেন। বেসুরো গাইছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যাও। এই আবহে গত শনিবার দলের একাধিক নেতা, বিধায়ক শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই ভাঙন অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরেই। সোমবার সপ্তাহের শুরুতেই বিজেপি রাজ্য সভাপতি র দিলীপ ঘোষের উপস্থিতিতে সাড়ে ৩হাজার বিভিন্ন দলের কর্মী যোগ দিলেন বিজেপিতে। যেভাবে তৃণমল শিবির থেকে দলবদল ঘটছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার মজার সব পোস্ট করছেন নেটিজেনরা। সেই দলে এবার সামিল হয়েছেন বিজেপি রাজ্য সভাপতিও।
— Dilip Ghosh (@DilipGhoshBJP) December 22, 2020
তৃণমূল নেতা-কর্মীরা যেভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন তা নিয়ে গেরুয়া শিবিরের নেতারা আগেও কটাক্ষ করেছেন। গত শনিবারই মেদিনীপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘‘এ তো সবে শুরু। আরও অনেক বাকি আছে। ভোট পর্যন্ত তৃণমূলে শুধু আপনি একা থাকবেন।’’মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন মোট ১০ বিধায়ক। এর মধ্যে ৭ জন তৃণমূলের, ২ জন বামেদের এবং ১ জন কংগ্রেসের বিধায়ক। এ ছাড়া পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, আলিপুদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নেতাও ঘাসফুল ছেড়ে পদ্মফুলে শামিল হয়েছেন। এই দলবদলের প্রতিচ্ছবি তুলেছেন দিলীপ ট্যুইটারে তাঁর পোস্ট করা মিমে। যেখানে তৃণমূলনেত্রীর 'ভাইপো' বায়না ধরেছেন দলবদলের। আর তাঁকে কাটমানি দিয়ে আটকে রাখতে চাইছেন নেত্রী। এরআগে নাম না নিয়ে 'ভাইপো'কে একাধিকবার নিশানা করেছে বিজেপি শিবির। এবার সেই পিসি -ভাইপোকে দলবদের হাওয়ায় ফের বিদ্ধ করলেন দিলীপ ঘোষ।