Agenda Aaj Tak 2025 Sukanta Majumder : ছাব্বিশের ভোটে বাংলায় কতগুলো আসন পাবে BJP, ভবিষ্যদ্বাণী করলেন সুকান্ত

পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। ম্য়াজিক ফিগার ১৪৮। সুতরাং কোনও দলকে এককভাবে ক্ষমতায় আসতে গেলে ওই সংখ্যক আসন পেতে হবে। সুতরাং সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে। 

Advertisement
ছাব্বিশের ভোটে বাংলায় কতগুলো আসন পাবে BJP, ভবিষ্যদ্বাণী করলেন সুকান্ত Sukanta Majumder
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে কতগুলো আসন পাবে বিজেপি?
  • ভবিষ্যদ্বাণী করলেন সুকান্ত মজুমদার

আর কয়েক মাস পরই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই ভোটে কত আসন পাবে বিজেপি? অ্যাজেন্ডা আজতকে তার জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি বাংলায় বিজেপি ১৬০ থেকে ১৮০ টি আসন পাবে। 

পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। ম্য়াজিক ফিগার ১৪৮। সুতরাং কোনও দলকে এককভাবে ক্ষমতায় আসতে গেলে ওই সংখ্যক আসন পেতে হবে। সুতরাং সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে। 

ওই নেতাকে সাংবাদিক জিজ্ঞাসা করেন, 'বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী? আজ যদি ভোট হয় সেই রাজ্যে তাহলে বিজেপি কত আসন পাবে বলে আপনি মনে করেন?' উত্তরে সুকান্ত মজুমদার বলেন, 'আজ বিধানসভা ভোট হচ্ছে না। ঠিক সময়ে হবে। বিজেপি ছাব্বিশের ভোটে ১৬০ থেকে ১৮০ টি আসন পাবে।'

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৭৭টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। তারপর যদিও একাধিক বিধায়ক পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ছাব্বিশের ভোটের ঘোষণা হতে পারে ফেব্রুয়ারি মাসে। নির্বাচন হওয়ার সম্ভাবনা এপ্রিল মে মাসে। তবে ভোটের উত্তেজনার পারদ এখন থেকেই চড়ছে। ইতিমধ্যেই জেলায় জেলায় সভা শুরু করে দিয়েছেন তৃণমূল ও বিজেপির নেতা-নেত্রীরা। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় এবার ক্ষমতার বদল হবে। বিজেপি নবান্ন দখল করবে। এদিকে তৃণমূল পাল্টা দাবি করেছে, গতবারের থেকেও কম আসন পাবে বিজেপি। 

তৃণমূল অভিযোগ করেছে, SIR করে বাংলায় জিততে চাইছে বিজেপি। সেই অভিযোগও এদিন অ্যাজেন্ডা আজতকের মঞ্চ থেকে খারিজ করেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, 'SIR-এর উদ্দেশ্য এত সংকীর্ণ নয়। নির্বাচন জেতা বা হারার সঙ্গে এক সম্পর্ক নেই। দেশ আগে। সেটা মাথায় রাখতে হবে। SIR এর প্রভাব ছাব্বিশের ভোটে পড়বে কি না সেটা খসড়া তালিকা প্রকাশের পরই বলচে পারব। আমাদের মনে হয় ১ কোটি নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও ২০০৫ সালে দাবি করেছিলেন প্রায় ৬০ লাখ অনুপ্রবেশকারী আছে। আমরাও তো সেই দাবিই করছি। আর বাংলায় জনবিন্যাস যেভাবে বদলাচ্ছে তাতে SIR করা তো প্রয়োজন।'   

Advertisement

POST A COMMENT
Advertisement