scorecardresearch
 

শালীনতার সীমা ছাড়ালেন BJP সাংসদ, অভিনেত্রীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা

রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসভা ছিল। সেখানেই অভিনেত্রী সায়নী ঘোষকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন সৌমিত্র।

Advertisement
অভিনেত্রীয় সায়নী ঘোষকে অশানীল আক্রমণ সৌমিত্র খাঁর অভিনেত্রীয় সায়নী ঘোষকে অশানীল আক্রমণ সৌমিত্র খাঁর
হাইলাইটস
  • অভিনেত্রী সায়নী ঘোষকে অশানীল আক্রমণ
  • জনসভায় বেলাগাম সৌমিত্র খাঁ
  • মামলা করার চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি সাংসদ

তথাগত রায়  এবং সায়নী ঘোষের ট্যুইট যুদ্ধে কয়েক দিন আগে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া।  টলিউড সায়নীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি  হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যার জেরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে দেখা যায়  বিজেপি নেতা তথা মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে। আর সেই সমালোচনা-তরজা যখন তুঙ্গে, তখন বিতর্কিত ওই টুইটের দায় এড়িয়ে অভিনেত্রীর সাফাই ছিল , “ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি।” তিনি দাবি করেন  ২০১৫ সালে ওই ট্যুইট তাঁর অগোচরে করা হয়েছিল। 

Mamata Exclusive Interview:"কথা দিয়েছি যখন লড়ব নন্দীগ্রাম থেকেই", ২০২১-এ ফেরা নিয়ে প্রত্যয়ী নেত্রী

সায়নীর অ্যাকাউন্টে পাঁচ বছর আগের ওই ট্যুইটে দেখা গিয়েছিল , শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ওই ছবিতে লেখা ‘বুলাদির শিবরাত্রি’। আর পোস্টের ক্যাপশনে লেখা, “ঈশ্বর এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না।” যদিও বিতর্ক বাঁধতেই সায়নী জোড়া ট্যুইটে দাবি করেন, তাঁর  অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সম্প্রতি পুরশুড়ার সভায় অভিনেত্রী সায়নী ঘোষের নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই ট্যুইট নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিনেত্রী সায়নী ঘোষকে যৌনকর্মীর সঙ্গেও তুলনা করেছেন সৌমিত্র। 

Exclusive:'জবাব দেবেন শাহ নিজেই', মমতার হিন্দুত্ব চ্যালেঞ্জ নিয়ে আর কী বললেন শুভেন্দু?

রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসভা ছিল। সেখানেই অভিনেত্রী সায়নী ঘোষকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন সৌমিত্র।  বলেন, "সায়নী ঘোষের মতো কিছু শিল্পী শিবলিঙ্গ এবং মা সরস্বতী সম্পর্কে অশ্লীল  এবং বিতর্কিত মন্তব্য করেন। আমি বিশ্বাস করি যারা মা সরস্বতী এবং শিবলিঙ্গকে অপমান করে তারা আসলে যৌনকর্মী।

Advertisement

সৌমিত্র  প্রকাশ্য সমাবেশে বলেন, "তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সায়নী ঘোষ দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন। আমি বলি যে আমাদের শিব লিঙ্গ ও  মা মনসার অপমানকারী সায়নী ঘোষ আসলে একজন  যৌনকর্মী। আপনি চাইলে  আমার বিরুদ্ধে মামলা করুন।"

জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেকারত্ব ইস্যুতে  নিশানা করেন সৌমিত্র খাঁ। ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসাথী প্রকল্পের সাইকেলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হবে স্কুটি। বিধানসভা ভোটে বিজেপি জিতলে প্রতি বাড়িতে চাকরির সংস্থান করার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘জোড়া ফুলের একটি ফুল হল অভিষেক আর অন্যটি ফিরহাদ হাকিম।’’
 

Advertisement