scorecardresearch
 

'অভিষেকের কোমরে দড়ি বেঁধে ঘোরাব!' খণ্ডঘোষে হুঁশিয়ারি সৌমিত্রর

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শনিবার তিনি তৃণমূল (TMC), খণ্ডঘোষ (Kahndaghosh) থানার ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর কোমরে দড়ি পরে ঘোরাবেন বলে দাবি করেছেন।

Advertisement
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
হাইলাইটস
  • বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর মন্তব্য ঘিরে বিতর্ক
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পরে ঘোরাবেন
  • খণ্ডঘোষ থানার ওসিকে হুঁশিয়ারি

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শনিবার তিনি তৃণমূল (TMC), খণ্ডঘোষ (Kahndaghosh) থানার ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর কোমরে দড়ি পরে ঘোরাবেন বলে দাবি করেছেন।

সাংসদ সৌমিত্র খাঁ এর হুঁশিয়ারি, পাল্টে যান নাহলে পাল্টে দেব। দুর্নীতির রহস্য ফাঁস করে কোন ব্যাংকে কত টাকা আছে তার হিসেব তুলে ধরে তোমার পিছনে সিআইডি লাগিয়ে তোমার ব্যবস্থা করব। ভারতীয় জনতা পার্টির কোনও একজন কর্মীর ওপরেও আক্রমণ হয়, তাহলে কিন্তু ১০ বছর কম্পালসারি ওয়েটিংয়ে রাস্তায় রাস্তায় আপনাকে আমি ঘোরাব। তাই সাবধান।

স্ত্রী সুজাতার টিএমসি তে যোগ দেওয়া নিয়ে টিএমসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিয়ে বললেন , তৃণমূল কংগ্রেস সবার সব কিছু চুরি করে। আমারও ঘরে চুরি করে নিয়ে গেছে। 

ভাইপোকে  আমি কোমরে দড়ি বেঁধে ঘোরাব আমি প্রতিজ্ঞা করেছি। আর যে দুটো বুড়ো নাচানাচি করছে তাদেরও আমি ঠিক ব্যবস্থা করব।

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাশিলা চন্ডিপুরে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি শীতবস্ত্র প্রদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার বিকালে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

সৌমিত্র খাঁ এদিন সভা মঞ্চ থেকে তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন ২১ সালে বিধানসভা নির্বাচনের পর আমাদের দল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে আর তারপর আমি এখন থেকে প্রতিজ্ঞা করে নিয়েছি ভাইপোর কোমরে দড়ি পরিয়ে গোটা রাজ্যটা ঘোরাব।

এর পাশাপাশি খণ্ডঘোষ থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন এতদিন যা করেছেন করেছেন এখনো সময় আছে পাল্টে জান না হলে পাল্টে দেব।
 
তিনি আরও বলেন যদি খণ্ডঘোষ ব্লকের কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে একটু আচরও লাগে তাহলে কিন্তু আপনাকে কম্পালসারি ওয়েটিং এ থাকতে হবে তারপর 10 বছর পর আপনাকে রাস্তায় রাস্তায় ঘোরানো হবে।

Advertisement

এদিন সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতার টিএমসি তে যোগ দেওয়া নিয়ে টিএমসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন । তিনি বলেন , তৃণমূল কংগ্রেস সবার সবকিছু চুরি করে।  আমারও ঘরে চুরি করে নিয়ে গেছে আমি কিন্তু ভেঙে পড়িনি আমি মনে করেছি তৃণমূলকে হারাতে আমার শেষ রক্তবিন্দুও যদি দিতে হয় ,আমার হৃৎপিণ্ড টাও যদি বের করে দিতে হয় আমি তাতেও রাজি আছি। এটা পিসি ভাইপোর চোরের দল।  ভাইপোকে কোমরে দড়ি বেঁধে ঘোরাব আমি প্রতিজ্ঞা করেছি। আর যে দুটো বুড়ো নাচানাচি করছে, তাদেরও আমি ঠিক ব্যবস্থা করব। মমতা ব্যানার্জি বলেছিলেন তার পরিবার নেই । আজকে তার পরিবার কার্তিক গণেশ ভাইপো অভিষেক আকাশ ।


এদিন তিনি ৪০০ কিউবিক ফুটের ওপরে বালির গাড়ি চালাতে দেওয়া নিয়ে  খণ্ডঘোষ এর মানুষদের উদ্দেশ্যে সরাসরি বলেন,   আপনারা  বালির গাড়ি চালাতে দিচ্ছেন কেন ? এতে রাস্তা খারাপ হচ্ছে । আপনার 20 টনের বেশি বালির গাড়িগুলোকে বন্ধ করে দিন। যেতে দেবন না। আন্দোলন আপনাদেরই করতে হবে।।
এখানকার পুলিশগুলো চোর হয়ে আছে । খণ্ডঘোষ থানার ওসিকে উদ্দেশে করে বলেন, এখানকার থানার ওসি একটা বড় চোর। শুধরে যাও নাহলে কম্পালসারি ওয়েটিংয়ে কিভাবে পাঠাব সেটা আমিও দেখিয়ে দেবো।  কম্পালসারি ওয়েটিংয়ে ১০ বছর পাঠিয়ে দেব। ভেবো না  কলকাতায় গিয়ে সব ঠিক করে আসবে। কলকাতা যতই দেখাও আমিও কলকাতাতেই থাকবো , রাজ্য রাজনীতির ১ থেকে ৫-এর মধ্যে থাকবো,  এটা কিন্তু তুমি জেনে রাখো । আমি পরিষ্কার বলে দিতে চাই টাকা কামাছ কামাও কিন্ত  যদি কাল থেকে ৪০০ শিফটের  বেশি বালি ওঠে ও রাস্তা দিয়ে যায় তাহলে তোমার দুর্নীতির রহস্য ফাঁস করে কোন  ব্যাংকে কত টাকা আছে তার হিসাব তুলে ধরে তোমার পিছনে সিআইডি লাগিয়ে তোমার ব্যবস্থা করবো।

এদিন তিনি থানার ওসির উদ্দেশে কড়া ভাষায় সর্তকতা দেন । বলেন যদি ভারতীয় জনতা পার্টির কোন একজনর কর্মীর উপরেও আক্রমণ হয় তাহলে কিন্তু ১০ বছর কম্পালসারি ওয়েটিংএ রাস্তায় রাস্তায় আপনাকে আমি ঘোরাব। তাই সাবধান।

দিলীপদার কথা মত আমিও আমার সাংসদ এলাকায় যে সমস্ত ওসিরা বাড়াবাড়ি করছে সাংসদ হিসাবে তাদের নাম লিখে রাখছি । কর্মীদের প্রতি দুর্ব্যবহার মনে রাখছি। পাল্টে যান নাহলে পাল্টিয়ে দেব। ক্যাবিনেটে ২ থেকে ৫-এর মধ্যে থাকবো মনে রাখবেন।

Advertisement