গত ফেব্রুয়ারিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১ আয়োজন হয়েছিল কলকাতায়। যা সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ব্যক্তিদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল। বঙ্গ ভোটের আবহে কনক্লেভ জমে গিয়েছিল। এবার চেন্নাই শহরে বসেছে ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ ২০২১-এর আসর। ভারতের দক্ষিণ প্রান্তেও কিন্তু বাদ গেল না বাংলার ভোটের উত্তাপ। শুক্রবার চেন্নাইতে ইন্ডিয়া টুডে কনক্লেভে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেই একুশের ভোটে বাংলায় বিজেপির সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। চেন্নাইতে বসেও তোপ দাগলেন 'পিসি-ভাইপো' নিয়ে।
Becoming the captain of a team doesn't change the placement in the game, says @JPNadda on being made BJP's Party President. #ConclaveSouth21 (@RahulKanwal)#NaddaAtIndiaTodayConclave #WestBengalpolls
— IndiaToday (@IndiaToday) March 12, 2021
Watch Live: https://t.co/yv8Uf6ILo1 pic.twitter.com/NOaLPD96lT
কনক্লেভে সাংবাদিক রাহুল কানোয়াল বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে জানতে চান, এবারে জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে রয়েছে দেখা যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে দল কী ভাবছে। তাতেই নাড্ডা জানিয়ে দেন একুশের ভোটে বাংলায় তারাই আসবেন। ২০১৯-এর লোকসভা ভোটের ফল থেকেই তা স্পষ্ট। এবারে ক্ষমতাচ্যুত হবে তৃণমূল সরকার। তোলাবাজি, কাটমানি, পিসি-ভাইপোর সরকারকে বাংলার রাজনৈতিক সচেতন মানুষ অগ্রাহ্য করবে বলেই মত নাড্ডার।
এদিকে বাংলার সঙ্গে ভোট রয়েছে দক্ষিণের কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে। সেখানেও বিজেপির ফল ভাল হবে বলেই আশাবাদী নাড্ডা। কেবল উত্তর ভারত নয় এবার দক্ষিণ ভারতেও মোদী ম্যাজিক দেখা যাবে বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ক্রিকেট ও ফুটবলের মত দলগত খেলার উদাহরণ টেনে বিজেপিতে নিজের অবস্থানও স্পষ্ট করেন নাড্ডা। সেই সঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নের কথাও কনক্লেভের আসরে স্পষ্ট করেন নাড্ডা।