scorecardresearch
 

West Bengal Election 2021 : ভোটে মমতার কারেন্ট লাগবে, ২ ফুট উপরে উড়ে যাবেন ! পুরুলিয়ায় কটাক্ষ গড়করির

পুরুলিয়ার কোটশিলার জিউদারু ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন কারেন্ট লাগবে ২ ফুট উপরে উড়ে যাবেন! তারপর বাংলায় উন্নয়নের বাতি সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে।

Advertisement
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
হাইলাইটস
  • নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কারেন্ট
  • ২ ফুট উপরে উড়ে যাবেন
  • কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

বাংলায় ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তুমুল সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রের উন্নয়নের কাজ তুলে ধরেন তিনি। বুধবার পুরুলিয়ায় বিজেপি এক সভার আয়োজন করেছিল।

এদিন পুরুলিয়ার কোটশিলার জিউদারু ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন কারেন্ট লাগবে ২ ফুট উপরে উড়ে যাবেন! তারপর বাংলায় উন্নয়নের বাতি সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে।' 

তিনি দাবি করেন, বাংলায় সরকার গড়বে বিজেপি। তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। রাজ্যে উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, এ রাজ্যের সব স্তরের মানুষ দুঃখিত।

এদিনের এই জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র, মন্ত্রী অর্জুন মুন্ডা, সাংসদ সুনীল মণ্ডল, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। 

জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে প্রথমেই নীতিন গড়করি কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, "বাংলায় ২ মে পরিবর্তন হবে। পদ্মফুল জিতবে। বিজেপি মেজরিটি পাবে।"

তিনি বলেন, "৩ মে নেতা মনোনীত হয়ে যাবে। আর ৪ মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি। এটাকে কেউ আটকাতে পারবে না।" তাঁর অভিযোগ, "এ রাজ্যে উন্নয়ন বলে কিছু হয়নি। বাংলার মানুষ আজ দুঃখিত, কৃষক মজদুর আজ দুঃখিত, বেকার সমস্যা বেড়ে চলেছে বাংলায়।

তিনি আরও বলেন, তাই বাংলায় এবার পরিবর্তন দরকার। আমরা জাতি-ধর্ম-বর্ণের রাজনীতি করি না । আমরা দেশের মানুষের উন্নয়ন করতে চাই।" তাঁর দাবি, গত ৫০ বছরে বাংলায় যে উন্নয়ন হয়নি, ক্ষমতায় এলে ৫ বছরে বিজেপি তা করে দেখাবে।'

এদিন দিল্লিতে নীতিন বলেন, আমরা বাইরের লোক নই। বাংলা হোক, গুজরাট হোক কিংবা মহারাষ্ট্র। আমরা সবাই ভারতীয়। সবকা সাথ, সবকা বিকাশ। বাংলার ইতিহাস, ঐতিহ্যকে আমরা সম্মান করি।  বাংলার মানুষ পরিবর্তন চায়। আমাদের সরকার গঠিত হবে।  

Advertisement

 

Advertisement