scorecardresearch
 

''তৃণমূলের মা তো মমতা, দুর্গা আবার কবে থেকে ওদের মা হল'', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

দেবী দুর্গা প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকাতে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার সময়ে ফের দুর্গা ও রাম প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে পুরনো বিতর্কিত মন্তব্যকে আরও উস্কে দিয়েছেন তিনি ৷

Advertisement
Dilip Ghosh Dilip Ghosh
হাইলাইটস
  • দেবী দুর্গা প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
  • শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকাতে এই মন্তব্য় করেন তিনি
  • কেন বার বার বিতর্কে জড়াচ্ছেন দিলীপ ঘোষ

দেবী দুর্গা প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকাতে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার সময়ে ফের দুর্গা ও রাম প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে পুরনো বিতর্কিত মন্তব্যকে আরও উস্কে দিয়েছেন তিনি ৷ 

এদিন তিনি বলেন, তৃণমূল-এর লোকেরা দুর্গাকেও জানে না ,রামকেও জানে না। দুর্গা আমাদের দেবী, তাই তাকে রাজনীতিতে আনি না। রাম আমাদের সক্রিয় রাজা ছিলেন। তাঁর পূর্ব ইতিহাস আমাদের জানা। তাঁকে আমরা রাজনীতিতে আনি। তৃণমূল ধর্মকে রাজনীতিতে নিয়ে যায়, আবার রাজনীতিকে ধর্মতে নিয়ে যায়। ওদের মাথা খারাপ। তাই আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করি । ধর্মের স্থানে ধর্ম চর্চা করি। এসব ওদের জানা নেই। হেরে যাওয়ার ভয় সব ভুলে গেছে। আমরা রামের বংশধর। তাই জয় শ্রীরাম বলে বাংলায় পরিবর্তন আনব। 

দিলীপ ঘোষ

যারা দুর্গাপুজো , সরস্বতী পুজো বন্ধ করে দেয়, তারা দুর্গার মান-সম্মানের কি বোঝে। ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে রামের নামে। আর তৃণমূল দুর্গাকে রামের সামনে নিয়ে এসে ঝগড়া বাধাচ্ছে। রাম দুর্গার উপাসক ছিলেন। দুর্গাকে পূজা করে রাবণকে বধ করেছেন রাম। তৃণমূলে এসব জানে না। তাই যারা রামের সামনে দুর্গাকে নিয়ে আসে তাদের বোঝা উচিত রাজনীতিটা দুর্গা ও কালীর নয়। দুর্গা ও কালী মন্দিরে থাক, ওখানে পুজো দিন। রাজনীতি করতে হলে আসুন ।আপনাদের আদর্শ কে সেটা বলুন। সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতারা আপনাদের আদর্শ। আপনাদের মা তো মমতা, দুর্গা আবার কবে থেকে আপনাদের মা হলো?

সম্প্রতি কলকাতাতে ইন্ডিয়া টুডে-র কনক্লেভ-এ দিলীপ ঘোষ দুর্গা রাম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ তিনি বলেছিলেন, আমরা রামকে অবতার বলে মানি, তাঁর বংশ পর্যন্ত আপনারা সবাই জানতে পারেন ৷ দুর্গার মিলবে কি ? রাম একজন আদর্শ পুরুষ, গান্ধিজি রাম রাজত্বের কল্পনা আমাদের দিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু দুর্গা জানি না কোথা থেকে চলে আসছে ৷ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরেই তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে ৷ তৃণমূলের পক্ষ থেকে বহুস্থানেই এই মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে ৷ শনিবার সেই মন্তব্যেই অনড় থেকে ফের বিতর্ক আরও খানিকটা উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ ৷

Advertisement

Advertisement