West Bengal Election 2021: ট্যারা চোখে তাকালেই হাসপাতালে, ফের বেফাঁস দিলীপ ঘোষ

সবাই জানে 'জয় শ্রীরাম (Jai Sree Ram)'-এর বিরুদ্ধে 'জয় বাংলা' (Jai Bangla) চলছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে । সেই স্লোগানও চুরি করছেন। মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চাকদহের সভা এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Advertisement
West Bengal Election 2021: ট্যারা চোখে তাকালেই হাসপাতালে, ফের বেফাঁস দিলীপ ঘোষদিলীপ ঘোষ
হাইলাইটস
  • যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্লোগানও চুরি করছেন।
  • মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চাকদহের সভা এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

সবাই জানে 'জয় শ্রীরাম (Jai Sree Ram)'-এর বিরুদ্ধে 'জয় বাংলা' (Jai Bangla) চলছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্লোগানও চুরি করছেন। মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চাকদহের সভা এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার চাকদহ নারকেল বাগানের  জনসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন,' যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওটা ওদের অফিশিয়াল স্লোগান । কেন এটা চুরি করবেন ? ওখান থেকে ভোট চুরি করবেন, প্রচারের অভিনেতা চুরি করবেন, ওখান থেকে স্লোগান চুরি করবেন, তারপরে বলবেন ,ভারতবর্ষে আছি ? আর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এলে বলবেন, বহিরাগত ? তার মানে কী করতে চাইছেন ? এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন?' '  

ভারতীয় জনতা যুব মোর্চার নদিয়া দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় এবারের ভোটকে পরিবর্তনের ভোট বলে আহ্বান জানিয়ে তার ভাষণে বলেন,' ভোটাররা হিম্মত করে লাইনে দাঁড়িয়ে ভোট দিন । কোন ইঞ্চি বা ফুট সাইজের কোনও ভাই যদি ট্যারা চোখে তাকায় বা চমকায়, আমাদের বলুন । ওদের বলে দিন ,ভোটের দিন বুথের আশেপাশে আসলে তাকে হাসপাতাল হয়ে বাড়ি যেতে হবে । এবারের ভোট পরিবর্তনের ভোট ।' 

এদিন ফের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন,' ভোটের দিন  বুথের ১০০ মিটার দূরে বাঁশতলায় চেয়ার নিয়ে বসে খৈনি, চা খান । আমরা সামলে নেব । দিল্লি থেকে আসা সেন্ট্রাল ফোর্স ভোট পরিচালিত করবে,বুথ কন্ট্রোল করবে । এবার এগারো সালের বেশি নিরপেক্ষ ভোট হবে, আমি বলে যাচ্ছি । ' স্বাস্থ্যসাথী কার্ডকে ঢপের চপ আখ্যা দিয়ে বলেন,' ওই কার্ড দিয়ে এক কাপ চা ,এক কিলো আলু, এক কিলো চাল পাওয়া যায় না । '

 

Advertisement

 

POST A COMMENT
Advertisement