ড্রাফ্ট ভোটার লিস্টআজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ SIR-এর খসড়া ভোটার লিস্ট। আর নির্বাচন কমিশন ভোটারদের এই লিস্টে নাম দেখার জন্য অনুরোধ করছে।
এই প্রসঙ্গে বলি, আপনি খুব সহজেই ইলেকশন কমিশনের একটা অ্যাপ নামিয়ে বাড়িতেই নিজের নাম চেক করে নিতে পারেন। এখন প্রশ্ন হল, সেই অ্যাপের নাম কী? অ্যাপটির নাম হল ECINET। আর এই অ্যাপেই দেখা যাচ্ছে খসড়া ভোটার লিস্টে নাম রয়েছে কি না।
কীভাবে ডাউনলোড করবেন?
গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে যান। সেখানে ECINET লিখে সার্চ করুন। তাহলেই অ্যাপটা পেয়ে যাবেন। সেখান থেকে প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নিন। ডাউনলোড হওয়ার পর আপনাকে সেই অ্যাপে নিজের নাম খুঁজে নিতে হবে।
নাম খুঁজবেন কীভাবে?
এক্ষেত্রে খুব সহজেই নাম খোঁজা যাবে। নাম খোঁজার স্টেপগুলি হল-
১. প্রথমে অ্যাপটি খুলে নিন
২. এবার হোম পেজেই দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট বলে একটি অপশন রয়েছে
৩. এই অপশনে ক্লিক করুন
৪. সেখানে একাধিক বিকল্প বেছে নিয়ে আপনি নিজের নাম খুঁজে নিতে পারেন।
কোন কোন তথ্য দিয়ে খোঁজা যাবে নাম?
১. আপনি ভোটার আইডি কার্ড নম্বর বা এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে পারেন
২. এছাড়া সার্চ বাই ডিটেলস বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে আপনি নিজের নাম খুঁজে নিতে পারেন
৩. আবার সার্চ বাই মোবাইল বলেও একটি অপশন রয়েছে, সেটির মাধ্যমেও খোঁজা যাবে নাম
৪. সেই সঙ্গে ভোটার কার্ডে থাকা বার কোড বা কিউআর কোড দিয়েও নাম খোঁজা যাবে
তবে অ্যাপ ছাড়াও অনলাইনে ওয়েবসাইট ভিজিট করেও নাম দেখে নিতে পারেন। সেক্ষেত্রে eci.gov.in ওয়েবসাইটে গিয়েও নিজের নাম খুঁজে নিতে পারেন। পদ্ধতি ঠিক একই। সেখানে এই অপশনগুলির মাধ্যমেই নাম খুঁজে নিতে হবে। তাই চিন্তার কিছুই নেই।
অফলাইনেও খোঁজা যাবে
যারা অনলাইনে ততটা অভ্যস্ত নন, তারা অফলাইনেও দেখতে পারেন নাম। সেক্ষেত্রে নিজের বিএলও বা বিএলএ-এর সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে খসড়া তালিকায় নাম রয়েছে কি না জানাতে পারবে। এছাড়া এলাকার রাজনৈতিক দলগুলির কাছেও থাকবে ভোটার লিস্ট। তাদের সঙ্গে যোগাযোগ করেও নাম দেখে নিতে পারবেন। তাই ড্রাফ্ট ভোটার লিস্টে নাম দেখা নিয়ে বেশি চাপ নেবেন না।