নোডাল অফিসার নিয়োগ করল২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য তৈরি হচ্ছে নির্বাচন কমিশন। তাই তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (EVM) প্রথম স্তরের যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে। যার জন্য ৫ জন নোডাল অফিসারকেও নিয়োগ করল নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে ইভিএম যাচাইয়ের জন্য অন্য রাজ্য থেকেই সমস্ত অফিসারের আসছেন। এই রাজ্যের কাউকে এই প্রক্রিয়াতে আপাতত রাখা হয়নি।
মাথায় রাখতে হবে, এবার একটি নতুন নিয়ম চালু করেছে কমিশন। এক্ষেত্রে ইভিএম-এ প্রত্যেক প্রার্থীর ছবি দেখা যাবে বলেই খবর। আর সেই প্রস্তুতিও এই নোডাল অফিসারের খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।
কী জানিয়েছে সংস্থা?
এই বিবৃতিতে জানান হয়েছে, ৫ জন নোডাল অফিসারকে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ করা হচ্ছে। তাদের বিভিন্ন ফাস্ট লেভেল চেকিং পয়েন্টে নিয়োগ করা হয়েছে। এখানেই প্রথমবারের জন্য ইভিএম চেক করা হবে বলে খবর।
কাদের নিয়োগ করা হল? তাঁদের পদ কী?
শনিয়া কায়েম মাইজ (ডেপুটি-সিইও, অরুণাচল প্রদেশ), যোগেশ গোসাভি (ডেপুটি-সিইও, মহারাষ্ট্র), পি কে বোরো (অতিরিক্ত সিইও, মেঘালয়), এথেল রথাংপুইই (যুগ্ম সিইও, মিজোরাম), কনিষ্ক কুমার (আন্ডার সেক্রেটারি অব ইসিআই)।
আগামিকাল প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের SIR প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন চলছে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। ১৬ ডিসেম্বর ড্রাফ্ট ভোটার লিস্ট বেরিয়ে যাবে। তারপর শুরু হয়ে যাবে হিয়ারিং পর্ব। সেই পর্ব মিটলে ফাইনাল ভোটার লিস্ট বেরবে। সেটি প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। এরপরই কমিশন ভোট ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে ড্রাফ্ট ভোটার লিস্টে নাম খুঁজবেন?
আপনি খুব সহজেই ড্রাফ্ট ভোটার লিস্টে নাম খুঁজে নিতে পারেন। সেক্ষেত্রে eci.gov.in বা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া চাইলে ইসিআই নেট অ্যাপটি ডাউনলোড করে নিতেও পারেন। তারপর এই অ্যাপের মাধ্যমে নাম বা ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই কিন্তু নামটা দেখতে পাবেন।
এছাড়া চাইলে নিজের বুথের বিএলও এবং বিএলএ-দের কাছে গিয়েও ড্রাফ্ট লিস্ট দেখতে পারেন। খুঁজে নিতে পারেন নাম।