SIR-এ ভুল এন্ট্রি করলেও করা যাবে সংশোধন, কারা সুযোগ পাবেন? জানাল কমিশন

শুনানিপর্বে সব তথ্য যাচাই করে ফাইনাল লিস্ট তৈরি করার প্রক্রিয়ার ব্যবস্থা আগে থেকেই স্থির ছিল। কিন্তু, এবার তারও আগে ভুল সংশোধন করার সুযোগ পাবে বিএলও ও ইআরও-রা।

Advertisement
SIR-এ ভুল এন্ট্রি করলেও করা যাবে সংশোধন, কারা সুযোগ পাবেন? জানাল কমিশনএনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের কাজে জোর দিচ্ছে কমিশন
হাইলাইটস
  • ভোটারদের তথ্য ডিজিটাল ভাবে আপলোডের সময় অনেক ক্ষেত্রেই ভুল এন্ট্রি হওয়ার অভিযোগ উঠতে শুরু করেছিল।
  • তার প্রেক্ষিতেই তথ্য সংশোধনের পদক্ষেপ নিয়েছে কমিশন।
  • অতিরিক্ত সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে এনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের কাজে জোর দিচ্ছে কমিশন।

এসআইআর-এর প্রক্রিয়ায় অতিরিক্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। আর এই অতিরিক্ত সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে এনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের কাজে জোর দিচ্ছে কমিশন। জানানো হয়েছে, বিএলও ও ইআরও'দের এই সুযোগ দেওয়া হচ্ছে। ভোটারদের তথ্য ডিজিটাল ভাবে আপলোডের সময় অনেক ক্ষেত্রেই ভুল এন্ট্রি হওয়ার অভিযোগ উঠতে শুরু করেছিল। তার প্রেক্ষিতেই তথ্য সংশোধনের পদক্ষেপ নিয়েছে কমিশন।

বিশেষ বিষয় হল, তথ্যে কোনও ভুল থাকলে তা আগেও সংশোধনের সুযোগ রাখা হয়েছিল। শুনানিপর্বে সব তথ্য যাচাই করে ফাইনাল লিস্ট তৈরি করার প্রক্রিয়ার ব্যবস্থা আগে থেকেই স্থির ছিল। কিন্তু, এবার তারও আগে ভুল সংশোধন করার সুযোগ পাবে বিএলও ও ইআরও-রা।

উল্লেখ্য, প্রথম যখন এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছিল তখন বিএলও অ্যাপে একবার তথ্য ও ছবি আপলোড করলে তা এডিট করার অপশন ছিল না। কিন্তু পরবর্তীতে অ্যাপে এডিট অপশন যোগ করা হয়। ফলে এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটালি আপলোডের সময় অসাবধানতাবশত কোনও ভুল হলেও তা সঠিক করার সুবিধা বর্তমানে রয়েছে। ফলে ভুল ত্রুটি অনেক কম হওয়ার আশা রয়েছে। যদিও তারপরেও বিএলও-দের উপর কাজের চাপ রয়েছে যথেষ্ট পরিমাণে।

প্রসঙ্গত, গতকালই নির্বাচন কমিশনের তরফে এনুমারেশন প্রক্রিয়ার দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি বদলে ফেলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ও।এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা জমা নেওয়া এবং ওয়েবসাইটে আপলোড করার শেষ দিন ছিল। তবে সেই দিনটা বাড়িয়ে দিয়েছে কমিশন। তাদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যেই এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কাজ শেষ করতে হবে। এরপর শুরু হবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। সেক্ষেত্রে ১২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সেই কাজটা চলবে।

এর আগে বলা হয়েছিল, ৯ ডিসেম্বর বেরবে খসড়া ভোটার লিস্ট। যদিও নতুন নোটিফিকেশনে এই তালিকা প্রকাশের দিন বদল করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেরবে খসড়া লিস্ট। এই লিস্ট প্রকাশের পর নাম ওঠা বা না ওঠা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানান যাবে ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর ১৪ ফেব্রুয়ারি বেরবে ফাইনাল ভোটার লিস্ট।

Advertisement

POST A COMMENT
Advertisement