Sir Draft Voter List: খসড়া ভোটার তালিকায় নাম অফলাইনে কীভাবে খুঁজবেন? জানাল কমিশন

সবথেকে সহজ উপায়ে নাম খুঁজতে হলে অনলাইনে দেখতে পারেন। নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এবং একটি অ্যাপে দেখা যাচ্ছে নাম। তবে সবার পক্ষে আবার অনলাইনে নাম খোঁজা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তারা নাম খুঁজবেন কীভাবে? আর সেই পদ্ধতিও জানিয়েছে নির্বাচন কমিশন। আসুন অফলাইনে নাম খোঁজার সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

Advertisement
খসড়া ভোটার তালিকায় নাম অফলাইনে কীভাবে খুঁজবেন? জানাল কমিশনড্রাফ্ট ভোটার লিস্ট
হাইলাইটস
  • সবথেকে সহজ উপায়ে নাম খুঁজতে হলে অনলাইনে দেখতে পারেন
  • নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এবং একটি অ্যাপে দেখা যাচ্ছে নাম
  • অফলাইনে নাম খোঁজার সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক

আজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা। আর সকলকেই এই লিস্টে নিজের নাম খুঁজে দেখার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।

এক্ষেত্রে সবথেকে সহজ উপায়ে নাম খুঁজতে হলে অনলাইনে দেখতে পারেন। নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এবং একটি অ্যাপে দেখা যাচ্ছে নাম। তবে সবার পক্ষে আবার অনলাইনে নাম খোঁজা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তারা নাম খুঁজবেন কীভাবে? আর সেই পদ্ধতিও জানিয়েছে নির্বাচন কমিশন। আসুন অফলাইনে নাম খোঁজার সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

অফলাইনে নাম দেখুন এভাবে

১. আপনি নিশ্চয়ই বিএলও-এর কাছে গিয়ে ফর্ম দিয়েছেন বা তিনি এসে ফর্ম জমা নিয়েছেন। এখন আবার আপনি তার কাছেই যেতেই পারেন। অথবা ফোনে তাকে জিজ্ঞেস করতে পারেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কি না। কারণ, কমিশনের পক্ষ থেকে তাদের কাছে ভোটার লিস্ট দেওয়া হবে। এমনকী কাদের নাম কাটা যাচ্ছে, সেই তালিকায় দেওয়া হয়েছে বিএলও-দের কাছে বলে খবর। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ।

২. আপনি যদি বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে না চান, সেক্ষেত্রে এলাকার বিএলএ-দের সঙ্গে যোগাযোগ করুন। এই সব রাজনৈতিক দলের কর্মীদের কাছেও তালিকা থাকবে বলেই জানা যাচ্ছে। তারা সেই লিস্ট দেখে নাম রয়েছে কি না, সেটা জানাতে পারবে।

৩. কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের কাছেই দেওয়া হবে বুথভিত্তিক ভোটার তালিকা। তাই রাজনৈতিক দলগুলির কাছেও সাহায্য চাইতে পারেন এই বিষয়ে।

এই কয়েকটি উপায়েই আপনি নাম খুঁজে নিতে পারবেন ড্রাফ্ট ভোটার লিস্টে।

অনলাইনে দেখার উপায়

এক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই বাড়ি বসে দেখে নিতে পারবেন নিজের নাম ড্রাফ্ট লিস্টে রয়েছে কি না।

সেক্ষেত্রে eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম চেক করুন। এছাড়া ECINET অ্যাপটা নামিয়ে নিতে পারেন। সেই অ্যাপের মাধ্যমেও খুব সহজে অনলাইনে নাম খুঁজে পাবেন।

তবে এই লিস্টে নাম থাকলেই কিন্তু নিশ্চিন্ত নন। এরপর প্রয়োজন পড়লেই কমিশন আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারেন। সেখানে কিন্তু যেতে হবে। নিজের কাছে যা যা নথি রয়েছে, সেটা দেখাতে হবে। এমনকী কিছু প্রশ্ন করলেও দিতে হবে উত্তর। সেই সবে কমিশন সন্তুষ্ট হলেও চাপ নেই। ব্যাস, এই কাজটা করলেই দেখবেন ফাইনাল লিস্টে থাকবে না। আপনি ২০২৬ সালে ভোট দিতে পারবেন অনায়াসে। 

Advertisement

POST A COMMENT
Advertisement