scorecardresearch
 

সংযুক্ত মোর্চার তালিকা, নাম নেই কংগ্রেস, আব্বাসের দলের প্রার্থীদের

শুক্রবার সিপিআইএম রাজ্য দফতরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই তালিকা প্রকাশ করেন। প্রথম দুই দফায় রাজ্যে যেখানে ভোট রয়েছে, তার তালিকা প্রকাশিত হয়েছে।

Advertisement
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
হাইলাইটস
  • বাম-কংগ্রেস-আইএসএফ জোট সংযুক্ত মোর্চার তালিকা প্রকাশ
  • শুক্রবার সিপিআইএম রাজ্য দফতরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই তালিকা প্রকাশ করেন
  • প্রথম দুই দফায় রাজ্যে যেখানে ভোট রয়েছে, তার তালিকা প্রাকশিত হয়েছে

প্রার্থী তালিকা ঘোষণা করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট সংযুক্ত মোর্চা। শুক্রবার সিপিআইএম রাজ্য দফতরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই তালিকা প্রকাশ করেন। তরুণদের গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক নতুন মুখে আনা হয়েছে।

তবে নন্দীগ্রামে কে প্রার্থী হচ্ছেন, তা ঠিক হয়নি। বিমান বসু জানান, আলোচনা করে সে ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, মোর্চার প্রথম দফায় ৬০ জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে কংগ্রেস বা আব্বাসের দলের প্রার্থীদের নাম কী, তা ঘোষণা করা হয়নি।

এক নজরে দেখে নিন।
-- ডেবরায় সংযুক্ত মোর্চার প্রার্থী প্রাণকৃষ্ণ মণ্ডল
--বড়জোড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী সুজিত চক্রবর্তী
--ঘাটালে সংযুক্ত মোর্চার প্রার্থী কমল দোলুই
--পাঁশকুড়া পূর্বে সংযুক্ত মোর্চার প্রার্থী শেখ ইব্রাহিম আলি
-- নন্দকুমারে সংযুক্ত মোর্চার প্রার্থী করুণাশঙ্কর ভৌমিক
-- চণ্ডীপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী আশিস গুছাইত
-- নারায়ণগড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস সিনহা
--সাগরে সংযুক্ত মোর্চার প্রার্থী ডা.সেখ মুকুলেশ্বর রহমান
--বান্দোয়ানে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত বেসরা
--বীনপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী দিবাকর হাঁসদা
--খেজুরিতে সংযুক্ত মোর্চার প্রার্থী হিমাংশু দাস
-- রামনগরে সংযুক্ত মোর্চার প্রার্থী সব্যসাচী জানা
-- নয়াগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী হরিপদ সোরেন
--গোপীবল্লভপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রশান্ত দাস
--খড়গপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী শেখ সাদ্দাম আলি
-- গড়বেতায় সংযুক্ত মোর্চার প্রার্থী তপন ঘোষ
--মেদিনীপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী তরুণ কুমার ঘোষ
--ওন্দায় সংযুক্ত মোর্চার প্রার্থী তারাপদ চক্রবর্তী
--তমলুকে সংযুক্ত মোর্চার প্রার্থী গৌতম পণ্ডা
--হলদিয়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী মণিকা কর পাইক
--তালডাংরা সংযুক্ত মোর্চার প্রার্থী মনোরঞ্জন পাত্র (CPIM)
--চণ্ডীপুর সংযুক্ত মোর্চার প্রার্থী আশিস গুছাইত (CPIM)
--নন্দকুমারে সংযুক্ত মোর্চার প্রার্থী তরুণ ঘোষ (CPIM)
-- পাঁশকুড়া পশ্চিমে সংযুক্ত মোর্চার প্রার্থী চিত্তদাস ঠাকুর
-- ইন্দাসে সংযুক্ত মোর্চার প্রার্থী নয়ন শীল (CPIM)
-- সোনামুখীতে সংযুক্ত মোর্চার প্রার্থী অজিত রায় (CPIM)
--কাঁথি দক্ষিণে সংযুক্ত মোর্চার প্রার্থী অনুরূপ পণ্ডা (CPI)
--ডেবরায় সংযুক্ত মোর্চার প্রার্থী রামকৃষ্ণ মণ্ডল (CPIM)
--রানিবাঁধে সংযুক্ত মোর্চার প্রার্থী দেবলীনা হেমব্রম (CPIM)
--দাঁতনে সংযুক্ত মোর্চার প্রার্থী শিশির পাত্র (CPI)
-- শালবনীতে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ (CPIM)
-- কাঁথি উত্তরে সংযুক্ত মোর্চার প্রার্থী সুতনু মাইতি
--কেশিয়ারিতে সংযুক্ত মোর্চার প্রার্থী পুলিনবিহারী বাস্কে
--বিনপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী দিবাকর হাঁসদা
--পটাশপুরে সংযুক্ত মোর্চার প্রার্থী সৈকত গিরি

Advertisement

 

Advertisement