Mamata Banerjee: 'কাল সবকটাকে গ্রেফতার করেছি...' প্যাটিস কাণ্ডে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা

গীতাপাঠের অনুষ্ঠানে এক বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে দাবি। আর সেই বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে। যেই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা বাংলায়। আর কৃষ্ণনগরের জনসভা থেকে এই ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '...কাল সবকটাকে গ্রেফতার করেছি। এটা বাংলা, ইউপি নয়। এখানে মস্তানি চলবে না। এখানে তোমাদের হুকুম চলবে না।' তিনি আরও বলেন, 'আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। সেকুলার হয়ে কাজ করি।'

Advertisement
'কাল সবকটাকে গ্রেফতার করেছি...' প্যাটিস কাণ্ডে যা বললেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • গীতাপাঠের অনুষ্ঠানে এক বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে দাবি
  • আর সেই বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে
  • কৃষ্ণনগরের জনসভা থেকে এই ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গীতাপাঠের অনুষ্ঠানে এক বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে দাবি। আর সেই বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে। যেই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা বাংলায়। আর কৃষ্ণনগরের জনসভা থেকে এই ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '...কাল সবকটাকে গ্রেফতার করেছি। এটা বাংলা, ইউপি নয়। এখানে মস্তানি চলবে না। এখানে তোমাদের হুকুম চলবে না।' তিনি আরও বলেন, 'আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। সেকুলার হয়ে কাজ করি।'

টাকা বন্ধ...

'১০০ দিনের টাকা, আবাসের টাকা বন্ধ আজ ৪ বছর ধরে। কেন বাংলা প্রথম হয়েছিল বলে?...আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি ৭৮ লক্ষ ৩১ হাজার মানুষকে কাজ দিয়েছি।' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর আরও বক্তব্য, 'এ বার SIR শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার করা হবে। তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো। একটা গ্রাম সভায় ১০ জনের বেশি কাজ করো।... মার্চ মাসে অর্থনৈতিক বছর শেষ হবে। আমাদের সঙ্গে চালাকি। ৪-৫ বছরের টাকা আটকে রেখেছ। তোমাদের ভিক্ষে চাই না। আমরা নিজেদের টাকায় ৭৫ দিনের কাজ করেছি।'

নবদ্বীপকে হেরিটেজ

আজ কৃষ্ণনগরের সভা থেকে আরও একাধিক বিষয় সম্পর্কে আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এটা রবীন্দ্রনাথের দেশ, এটা নজরুলের দেশ, বিবেকানন্দের দেশ। চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এখানে প্রবেশ করেছেন... আমরা নবদ্বীপকে হেরিটেজ বলে ঘোষণা করেছি। আমরা আসার পর ৯৫টি স্কিম করেছি। কল্যাণীতে ৩টে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক করেছি।'

আধার প্রসঙ্গ...

আধার কার্ড নিয়েও একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার এসআইআর-এ আধার কার্ড বাদ দিয়েছে... ভোটারধিকারে আধার কার্ড চলবে? নো স্যার। নাগরিকত্বে চলবে? নো স্যার।'

আর কী বললেন?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ধর্মের নামে চৈতন্যদেব এবং রামকৃষ্ণকে মানে না, আম্বেদকরকে মানে না, বিরসা মুন্ডাকে মানে না, বিবেকান্দকে মানে না... বঙ্কিমদা বলছে। যেন এক সঙ্গে বসে কাজ করছে। মাস্টরদা সূর্য সেন, তাঁকে বলছে মাস্টার।... বলছে গান্ধিজিকে তারা মানেন না। ক্ষুদিরামকে বলছে সন্ত্রাসবাদী, রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। বিবেকানন্দের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বলা হয়েছে।...'

Advertisement

বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে...

'১ লক্ষ ৮৭ হাজার টাকার উপর পাই। লাঞ্চনা করেছ, অত্যাচার করেছ। বাংলা ভাষায় কথা বলেছে বলে ওড়িশায় আটকে রেখেছে ডিটেনশন ক্যাম্পে।... একজন যে গর্ভধারণ করেছে, তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে.. তোমরা কি ভুলে গেছ, কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী।' বললেন মমতা।

তাঁর আরও দাবি, 'আমি বলছি নিশ্চিন্তে থাকুন। SIR নাম তুলুন। দেড় কোটি মানুষকে বাদ দেবে বলছে... বলছে যারা ঠাকুরদা ও ঠাকুরমার নাম দিয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। তাদের নাম বাদ দেওয়া হবে।... তুমি ডিএম, বিডিও, বিএলও-দের ভয় দেখাচ্ছ? এরা জানে না, ২৯ পর্যন্ত থাকবে না। তার আগেই যেতে হবে। ওদের ২৯ পর্যন্ত চালাতে হবে না... বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না। করতে দেব না দেব না দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না।'

POST A COMMENT
Advertisement