৫ তারিখ শপথ মমতার, বাকিদের ৬ তারিখ

আগামী বুধবার শপথগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ তারিখ বাকি নির্বাচিত জয়ী বিধায়করা শপথগ্রহণ করবেন। 

Advertisement
৫ তারিখ শপথ মমতার, বাকিদের ৬ তারিখমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ৫ তারিখ শপথ নেবেন মমতা
  • মন্ত্রীদের শপথ ৬ তারিখ
  • জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

আগামী বুধবার শপথগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ তারিখ বাকি নির্বাচিত জয়ী বিধায়করা শপথগ্রহণ করবেন। 

মমতা বলেন, নন্দীগ্রামে রিটার্নিং অফিসার বলছে  আমি রিকায়োন্টিং দিলে ওনার প্রাণ সংশয় হতে পারে। ৪০ মিনিট লোডশেডিং, মেশিন পাল্টেছে। রিকোয়ান্টিং কেন দেবে না কমিশন। এসব কী। এতো বড় মাফিয়াগিরি আমি দেখিনি। এই ইভিএম মেশিন আলাদা করে রাখা হোক। এগুলো টেস্ট হবে। ইভিএম যেন বিকৃত না হয়। নন্দীগ্রামে কী হচ্ছিল সবাই জানে। মেশিন পাল্টে দিয়েছে, অনেক কিছু হয়েছে। পর্যবেক্ষকরা পক্ষপাতদৃষ্ট। আমরা আদালতে যাব। আমাকে উদ্ভব ঠাকরে কথা বসেছে, নবীন পট্টনায়েক, অরবিন্দ কেজরিওয়াল, অমরিন্দর সিং, অখিলেশ যাদব ফোন করেছিলেন।  সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছি। পাশাপাশি সমস্ত সাংবাদিকদের কোভিড ওয়ারিয়র হিসাবে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচনে হার জিত রয়েছে। বিজেপি অনেক অত্যাচার করেছে। শান্ত থাকুন, পুলিশকে অভিযোগ করেছি। আইন সামলানোর দায়িত্ব পুলিশের। বর্ধমানে তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হয়েছে তৃণমূল। কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছে।  করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেবো।  সন্ধ্যা ৭টায় রাজ্যপালের কাছে  যাব। বিকাল ৪টে বৈঠক আছে। শপথগ্রহণ ও মন্ত্রিসভার গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে দল। 

মমতা বলেন, বিজেপি শাহেনসা নয়। এটা মানুষই ঠিক করে। আমরা ২৪ ঘণ্টা কাজ করে। যারা ৩৬৫দিন উন্নয়নের কাজ করে, মানুষের সঙ্গে থাকে তারাই জানে। বাংলার জনগণের মেরুগণ্ড এখনও শক্তিশালী। আমাদের মা-বোনেরা নতুন করে পথ দেখিয়েছে। সমস্ত ক্রেডিট জনগণের। তাদের ছাড়া কিছু হয় না। অক্সিজেন-ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ৫০ শতাংশ ভ্যাকসিন দিচ্ছি। কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। কিন্তু কেন্দ্র কেবলমাত্র  ২-৩টি রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

POST A COMMENT
Advertisement