scorecardresearch
 

শোভনের গড় ধরে রাখলেন রত্না, দুই বেহালাই তৃণমূলের দখলে

বেহালা পূর্ব ও পশ্চিম দুই কেন্দ্রেই এবার তারকা প্রার্থী দাঁড় করিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে দুই ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবিরের তারকা বাহিনী। এবার বেহালা পূর্ব কেন্দ্রে প্রেস্টিজের লড়াই ছিল তৄণমুল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের।

Advertisement
Ratna Chatterjee Ratna Chatterjee
হাইলাইটস
  • বেহালা পূর্ব শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র হিসাবে পরিচিত
  • এবার সেই কেন্দ্রে জিতলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়
  • পাশের কেন্দ্রে জয় পেলেন পার্থ চট্টোপাধ্যায়

বেহালা পূর্ব ও পশ্চিম দুই কেন্দ্রেই এবার তারকা প্রার্থী দাঁড় করিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে দুই ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবিরের তারকা বাহিনী। এবার বেহালা পূর্ব কেন্দ্রে প্রেস্টিজের লড়াই ছিল  তৄণমুল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রটি শোভন চট্টোপাধ্যায়ের গড় হিসাবেই পরিচিত। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের প্রচার থেকে বহুদূরে শোভন চট্টোপাধ্যায় ৷ আশা করা হয়েছিল বেহালা পূর্ব থেকে শোভনকে টিকিট দেবে গেরুয়া শিবির। কিন্তু তা না হাওয়াতেই বান্ধবী বৈশাখীকে দিয়ে দল ছাড়েন শোভন। অন্যদিকে শোভনের ছেড়ে যাওয়া আসনে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছিলেন তৃণমূলনেত্রী। অন্যদিকে রত্নার বিরুদ্ধে  BJP প্রার্থী করে অভিনেত্রী পায়েল সরকারকে। তবে শেষ হাসি হাসলেন রত্নাই। বেহালা পূর্বে রত্নার জয়ী হওয়া শোভনের উপর যে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে ‌ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যআয় বেহালা পশ্চিমে জয়ী  হয়েছেন। কাজে এলন না বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গ্ল্যামার। আর যেসব হেভিওয়েটরা এবারের নির্বাচনে জিতলেন দেখে নেওয়া যাক সেই তালিকা। 

  •  সুব্রত মুখোপাধ্যায়:‌ বালিগঞ্জ কেন্দ্রে ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এই নিয়ে তাঁর ভোটে দাঁড়ানোর ৫০ বছর পূর্তি হল।

• অরূপ বিশ্বাস:‌ প্রতিদ্বন্দ্বী বাবুল সুপ্রিয় বারবার আক্রমণ করেছেন। দুর্নীতির অভিযোগ তুলেছেন। সব নস্যাৎ করে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী তিনি।
• দেবাশিস কুমার:‌ এই প্রথম বিধানসভা ভোটে লড়লেন মেয়র পারিষদ। রাসবিহারী কেন্দ্র জয় ছিনিয়ে নিলেন।
• শোভনদেব চট্টোপাধ্যায়:‌ মমতা ব্যানার্জির গড় ভবানীপুরে দাঁড়িয়েছিলেন। জয়ী রাজ্যের এই মন্ত্রী। 
• জাভেদ খান:‌ কসবা কেন্দ্র থেকে জিতেছেন ৬৩ হাজারের বেশি ভোটে। 
• ফিরহাদ হাকিম:‌ কলকাতা বন্দর থেকে জয়ী রাজ্যের প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী।
• শশী পাঁজা:‌ রাজ্যের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী। শ্যামপুকুর কেন্দ্র থেকে জয়ী তিনি।
• মদন মিত্র:‌ সারদা মামলায় জেলেও যেতে হয়। হারান মন্ত্রিত্ব। অবশেষে সেই কামারহাটিতেই কামব্যাক মদন মিত্রর।

Advertisement

 

Advertisement