Advertisement

TMC Candidates List: 'খেলা হবে, লড়াই হবে, জেতা হবে,' বললেন মমতা, রাজ-জুন-কাঞ্চন- সোহম-কৌশানী, একগুচ্ছ তারকা প্রার্থী

Aajtak Bangla | কলকাতা | 05 Mar 2021, 3:08 PM IST

আজ বিধানসভা নির্বাচন ২০২১ (West Bengal Election 2021) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা (TMC Candidates List for West Bengal Election 2021) করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে প্রার্থীতালিকায় অনেক চমক। বহু নতুন মুখ রয়েছেন। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে তরুণ ব্রিগেডের উপরে।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
3:06 PM(5 years ago)

সভা নিয়ে মোদীকে চ্যালেঞ্জ মমতার

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তিনি ভোটের আগে ৩০টি সভা করবেন। মোদীকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওঁকে বলুন ১২০টা র‍্যালি করতে। কিচ্ছু লাভ হবে না। আজ তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শ্যামপুকুরে প্রার্থী শশী পাঁজা। হাওড়া দক্ষিণে নন্দিতা চৌধুরী। উলুবেড়িয়া উত্তরে নির্মল মাজি।

3:02 PM(5 years ago)

নির্বাচন কমিশনকে আক্রমণ মমতার

Posted by :- Arindam

আমরা নির্বাচন কমিশনকে সম্মান করি। কিন্তু কেন সেই একই অফিসারদের বাংলাতেও নির্বাচনের দায়িত্ব দেওয়া হল? কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করল। আমরাও চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন। কিন্তু বিজেপি-র ঘনিষ্ঠ অফিসারদেরই বেছে বেছে কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

2:54 PM(5 years ago)

খেলা হবে, কথা হবে, জেতা হবে, বললেন মমতা

Posted by :- Arindam

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, খেলা হবে, কথা হবে, জেতা হবে। যারা বাংলার সভ্যতা, ইতিহাস, শিক্ষা, রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। তাদের বাংলার মানুষ গ্রহণ করবে না। এই লড়াই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের জনগণের প্রতি ১০১ শতাংশ ভরসা আছে। মানুষ জানে, বিজেপি আসা মানে বাংলার সর্বনাশ।

2:49 PM(5 years ago)

ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী বীরবাহা

Posted by :- Arindam

ঝাড়গ্রামে সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদাকেই প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বীরবাহা দুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মন্তেশ্বরে প্রার্থী করা হল সিদ্দিকুল্লা চৌধুরীকে। শিবপুরে তৃণমূলের টিকিট পেলেন মনোজ তিওয়ারি। 

Advertisement
2:45 PM(5 years ago)

বহিরাগত ইস্যুতে ফের সরব মমতা

Posted by :- Arindam

বিজেপি-কে কটাক্ষ করে এ দিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বহিরাগত গুণ্ডাদের বাংলা শাসন করতে দেব না। বাংলায় শাসন করবে বাংলার মানুষ। বোমা হামলায় আহত মন্ত্রী জাকির হুসেনকে এবারও প্রার্থী করলেন মমতা। 

2:42 PM(5 years ago)

একগুচ্ছ তারকা প্রার্থী তৃণমূলের

Posted by :- Arindam

এবারের ভোটে একাধিক আসনে তারকা প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরে লড়বেন পরিচালক রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় অভিনেতা কাঞ্চন মল্লিক, বারাসতে ফের অভিনেতা চিরঞ্জিত্‍, আসানসোলে অভিনেত্রী সায়নী ঘোষ, চণ্ডীপুরে লড়বেন অভিনেতা সোহম চক্রবর্তী।

2:27 PM(5 years ago)

এক নজরে প্রার্থী তালিকা

Posted by :- suvam

কোন কেন্দ্রে কে প্রার্থী

দমদম উত্তর-চন্দ্রিমা ভট্টাচার্য
রাজারহাটে-অদিতি মুন্সি
শিবপুর-মনোজ তিওয়ারি
ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
উলুবেরিয়া পূর্ব-বিদেশ বসু
সোনারপুর দক্ষিণ-লাভলি মিত্র
বাঁকুড়া-সায়ন্তিকা
বেহালা পূর্ব-রত্না চট্টোপাধ্যায়
রাণাঘাট-শঙ্কর সিং
পাণিহাটি-নির্মল ঘোষ
কামারহাটি-মদন মিত্র
বেহালা পশ্চিম- পার্থ চট্টোপাধ্যায়
জোড়াসাঁকো-বিবেক গুপ্ত
ঝাড়গ্রাম-বীরবাহা হাঁসদা

2:21 PM(5 years ago)

কোন কেন্দ্রে কারা প্রার্থী

Posted by :- suvam

মমতা বলেন. বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু। ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী।রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার। বেলগাছিয়ায় অতিন ঘোষ। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক। 

2:18 PM(5 years ago)

প্রার্থী ঘোষণা করছে তৃণমূল

Posted by :- suvam
Advertisement
2:17 PM(5 years ago)

নন্দীগ্রামেই লড়ছে মমতা

Posted by :- suvam

মমতা বলেন, নন্দীগ্রামেই লড়ছে মমতা। তিনি বলেন, আমি যাদবপুর থেকে লড়াই শুরু করেছিলাম। তারপর আমায় মারা হয়। হাজরায় মারা হয়।ভবানীপুরে লড়েছি।

2:12 PM(5 years ago)

২৯১টি আসনে প্রার্থী তালিকা

Posted by :- suvam

মমতা বলেন, মোট ২৯১টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করাহবে। ৩টি আসন ছাড়া হবে আমাদের বন্ধুকে। তারা অন্যান্য জায়গায় আমাদের সমর্থন করছে।

1:57 PM(5 years ago)

নজরে নন্দীগ্রাম

Posted by :- suvam

খুব সম্ভবত নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়াতে পারেন মমতা নিজেই। এই কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়াতে পারেন শুভেন্দু। ফলে একসময়ে পরিবর্তনে চাকা ঘুরানো এই কেন্দ্র ঘিরে মেগা ফাইট হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

1:53 PM(5 years ago)

নতুনদের দিকে নজর

Posted by :- suvam

গত কয়েকদিন যাবৎ টলিউডের একঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। সেখান থেকে বেশ কয়েকজনকে প্রার্থী করা হতে পারে বলে খবর। সেই দিকেও নজর রয়েছে সকলের।

1:47 PM(5 years ago)

আজ দুপুরে সাংবাদিক বৈঠক

Posted by :- suvam

আজ দুপুর ২টয় সাংবাদিক বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সম্ভবত আজই ২৯৪টি আসনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। নতুন কারা কারা প্রার্থী হন সেই দিকে, নজর রয়েছে সকলের 

Advertisement