scorecardresearch
 

শোভনকে নিশানা কুণালের, 'আইকোর চিটফান্ডের অনুষ্ঠানে গিয়েছিলেন, কেন ওঁকে গ্রেফতার করা হবে না?'

কুণাল বলেন, 'শোভন আমার সম্পর্কে অনেক বড় বড় কথা বললেন। কিন্তু, আগে উনি জবাব দিন i-Core চিটফান্ডের সঙ্গে তাঁর কীসের যোগাযোগ? উনি তো ওই চিটফান্ডের অনুষ্ঠানে গিয়ে সংস্থার কর্তা প্রয়াত অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে i-Core-এর হয়ে সওয়াল করেছিলেন। ওটা এজেন্ট মিটিং ছিল।'

Advertisement
শোভন চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ
হাইলাইটস
  • কেন শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না?
  • শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সরব কুণাল
  • তুমুল বাকযুদ্ধ শুরু শোভন চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে

চিট ফান্ড ইস্যুতে তুমুল বাকযুদ্ধ শুরু শোভন চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে। আজ অর্থাত্‍ মঙ্গলবার i-Core চিটফান্ড সংস্থার সঙ্গে নাম জড়িয়ে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। 

এ দিন কুণাল ঘোষ বলেন, 'চিটফান্ড সংস্থা i-Core এর অনুষ্ঠানে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই সংস্থার প্রচার করেছিলেন। কেন শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না? নারদ মামলাতে শোভনকে গ্রেফতার করা উচিত, সারদা কাণ্ডে শোভনকে গ্রেফতার করা উচিত, i-Core চিটফান্ড মামলাতেও শোভনকে গ্রেফতার করা উচিত।'

কুণাল বলেন, 'শোভন আমার সম্পর্কে অনেক বড় বড় কথা বললেন। কিন্তু, আগে উনি জবাব দিন i-Core চিটফান্ডের সঙ্গে তাঁর কীসের যোগাযোগ? উনি তো ওই চিটফান্ডের অনুষ্ঠানে গিয়ে সংস্থার কর্তা প্রয়াত অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে i-Core-এর হয়ে সওয়াল করেছিলেন। ওটা এজেন্ট মিটিং ছিল।'

কেন্দ্রের ভ্যাকসিন পাঠানো নিয়ে কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, 'কলকাতায় একটু চাঞ্চল্যকর খবর চলছে, একজন রাজনীতিবিদ শিশু সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু, সেই সন্তানকে এবার ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে প্রমাণের জন্য। মানুষের এগুলো জানা প্রয়োজন।' একই সঙ্গে শিশির অধিকারীকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর বিষয়ে কুণাল বলেন, 'শিশিরদা অনেক পুরনো নেতা। উনি আমায় ভালোবাসেন, আমিও বাসি। ওঁর বয়স হয়েছে, লকডাউনের পরে দীর্ঘদিন বাইরে কাজ করতে পারেননি। এখনও বাইরে গিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই হয়তো প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওঁর দুই ছেলে বিজেপি যোগ দিয়েছেন। তারপরেই পুরনো দল তৃণমূলকে বিষোদগার করছেন। শিশিরদা কোনও প্রতিবাদ করলেন না। এটা দলের কর্মীদের কাছে খুবই হতাশাজনক।'

Advertisement

Advertisement