scorecardresearch
 

অভিষেকের বিস্ফোরক চিঠি! 'চিট ফান্ড সংস্থা থেকে ৬ কোটি টাকা তোলাবাজি শুভেন্দুর'

'তোলাবাজ ভাইপোর' পাল্টা সুদীপ্ত সেনের চিঠি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্য় মঞ্চে সারদার টাকা নেওয়ার অভিযোগ আনলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দম থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ডায়মন্ডহারবারের সাংসদ। শুভেন্দুর বিরুদ্ধে ৫ বাক্য়বান শানালেন তৃণমূল নেতা। কী বললেন অভিষেক ?

Advertisement
শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
হাইলাইটস
  • 'তোলাবাজ ভাইপোর' পাল্টা সুদীপ্ত সেনের চিঠি।
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্য় মঞ্চে সারদার টাকা নেওয়ার অভিযোগ আনলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
  • শুভেন্দুর বিরুদ্ধে ৫ বাক্য়বান শানালেন তৃণমূল নেতা। কী বললেন অভিষেক ?

'তোলাবাজ ভাইপোর' পাল্টা সুদীপ্ত সেনের চিঠি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্য় মঞ্চে সারদার টাকা নেওয়ার অভিযোগ আনলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দম থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ডায়মন্ডহারবারের সাংসদ। শুভেন্দুর বিরুদ্ধে ৫ বাক্য়বান শানালেন তৃণমূল নেতা। কী বললেন অভিষেক ?

১। ভাইপো নয় অভিষেক- কুলতলির সভা থেকে অভিষেক বলেন, বিজেপি নেতাদের নাম নিয়ে আক্রমণ করেছি। ভাববাচ্যে কথা না বলে সরাসরি নাম নিয়ে দেখান। গত ২৯ নভেম্বর ডায়মন্ডহারবারে সভা করেছি। সেই সভাতেও একই চ্যালেঞ্জ করেছিলাম। ২ মাস কেটে গেল এখনও উত্তর এল না। একজন বড় বীর সাজতে গিয়ে আমার নাম নিয়ে নিয়েছে। তাকে আমি আইনি নোটিস পাঠিয়ে দিয়েছি। 

২। টিভির ক্যামেরায় তোলাবাজ কে - টিভির ক্যামেরায় তো আমাকে টাকা নিতে দেখা যায়নি। তোমাকে দেখা গিয়েছে। তাহলে তোলাবাজ কে ? আমার জন্য় তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছিল, তাই অত রাগ। নারদা স্টিং অপারশনের কথা মনে পড়ছে না। তোমার স্মৃতিটা খুবই দুর্বল হয়ে গেছে। তাই নারদায় টাকা নেওয়ার ছবি আইনি নোটিসে জুড়ে দেওয়া হয়েছে। 

৩। সুদীপ্ত সেনের ৬ কোটি- এদিন প্রকাশ্য়ে সুদীপ্ত সেনের চিঠি তুলে ধরে অভিষেক বলেন, ফেরার হওয়ার আগেও সারদার কর্ণধারের থেকে টাকা নিতে গিয়েছিল শুভেন্দু অধিকারী। নিজের চিঠিতেই সুদীপ্ত সেন লিখেছে, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দিয়েছিল সে। এটাই সবথেকে বড় প্রমাণ। 

৪। শুভেন্দুকে তুই-তোকারি- রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে একেবারে তুই-তোকারি করে আক্রমণ করলেন তিনি। কুলতলির সভায় অভিষেক বলেন,বার বার তো বলিস,লড়াইয়ের ময়দানে দেখা হবে। হবে লড়াই ? মানুষের দরবারে দাঁড়িয়ে আজ সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করছি। যেখানে সুদীপ্ত সেন, লিখেছে শুভেন্দু অধিকারী, ৬ কোটি টাকা নিয়েছে। এমনকী তাকে ব্ল্য়াকমেইল করা হত।

Advertisement

৫। তফাত শুধু শিরদাঁড়ায়- শুভেন্দুকে নাম না করে এদিন অভিষেক বলেন, দশ বছর খেয়ে মধু, মীরজাফর এখন সাজছে সাধু। নিজে টাকা খেয়ে সিবিআই-ইডির ভয়ে পালিয়ে গেছে। উল্টে আমাকে তোলাবাজ বলছে। তুমিও মানুষ , আমিও মানুষ-তফাত শুধু শিরদাঁড়ায়। আমি ২০১৬ সালে বলেছিলাম, যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করছে, তাদের পিছনের সারিতে রাখা হোক। 

Advertisement