"মরুশুমী শিয়াল নয়, সারা বছরের বাঘের সঙ্গে আছি", ওয়েইসিকে বেনজির আক্রমণ ত্বহার

"মরুশুমী শিয়ালের কোনও দাম নেই, সারা বছরের বাঘ যাঁরা তাঁদের সঙ্গে আছি।" এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) এবং আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) কাছাকাছি আসাকে এভাবেই কটাক্ষ করলেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। হাওড়ায় এক অনুষ্ঠানে যোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্বহা বলেন, "বাংলায় সাম্প্রদায়িক শক্তির বাঘ আসার জন্য চারিদিকে উুঁকি মারছে। তাকে রুখতে হবে। এই বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুখে শান্তিতে আছি। তাতে বিঘ্ন ঘটাতেই সাম্প্রদায়িক শক্তি চক্রান্ত করার চেষ্টা করছে। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে কিছু ধর্মগুরুদেরও নামানো হবে। সেই চক্রান্তকে ব্যর্থ করতেই হিন্দু, মুসলিম, শিখ ইসাই বাংলার কোনায় কোনায় রাস্তায় নেমেছি।"

Advertisement
"মরুশুমী শিয়াল নয়, সারা বছরের বাঘের সঙ্গে আছি", ওয়েইসিকে বেনজির আক্রমণ ত্বহার ত্বহা সিদ্দিকী
হাইলাইটস
  • "বাংলায় সাম্প্রদায়িক বাঘ উঁকি দিচ্ছে"
  • "তাকে রুখতে হবে"
  • বার্তা ত্বহা সিদ্দিকীর

"মরুশুমী শিয়ালের কোনও দাম নেই, সারা বছরের বাঘ যাঁরা তাঁদের সঙ্গে আছি।" এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) এবং আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) কাছাকাছি আসাকে এভাবেই কটাক্ষ করলেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। হাওড়ায় এক অনুষ্ঠানে যোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্বহা বলেন, "বাংলায় সাম্প্রদায়িক শক্তির বাঘ আসার জন্য চারিদিকে উুঁকি মারছে। তাকে রুখতে হবে। এই বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুখে শান্তিতে আছি। তাতে বিঘ্ন ঘটাতেই সাম্প্রদায়িক শক্তি চক্রান্ত করার চেষ্টা করছে। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে কিছু ধর্মগুরুদেরও নামানো হবে। সেই চক্রান্তকে ব্যর্থ করতেই হিন্দু, মুসলিম, শিখ ইসাই বাংলার কোনায় কোনায় রাস্তায় নেমেছি।" ত্বহা আরও বলেন, "২০২১-এ বাংলায় সম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে ভোট হবে। সাম্প্রদায়িক দলকে কবর দিতে হবে।" 

এদিন নিজের ভাইপো আব্বাদ সিদ্দিকীরও কড়া সমালোচনা করেন ত্বহা। আব্বাসের উদ্দেশ্যে ত্বহা বলেন, "ও মিথ্য কথা বলে। বাচ্চা ছেলে, ও শুধু চেঁচাতে পারে। খালি বলছে দল ঘোষণা করব। এবার বলছে ২১ তারিখ করবে। কতটা হয় দেখা যাক।" একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নেন পিরজাদা। বলেন, "ও ঘোষেদের কলঙ্ক। ওর কাছে হিন্দুর পরিচয় নেই, মুসলিমের পরচয় নেই, শুধু পরিচয় আছে কুর্সির। ওর কথা মুখে নিতে ঘেন্না হচ্ছে।" 

এক প্রশ্নের উত্তরে ত্বহা বলেন, "১০ বছরে মুসলমানদের জন্য অনেকটাই উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" আর ত্বহার এই উত্তর বর্তমান পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ কিছুদিন ধরেই রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ত্বহার ভাইপো আববাস। এমনকি সম্প্রতি আব্বাসের সঙ্গে বৈঠক করে নির্বাচনে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মিম প্রধান ওয়েইসিও। আর আব্বাস - ওয়েইসি একসঙ্গে লড়লে বাংলার মুসলিম ভোট ভাগ হতে পারে বলেই মনে করছেন রাজৈনিতক বিশেষজ্ঞরা। যা আদতে শাসক দল তৃণমূলের জন্য ভাল বার্তা হয়। সেদিক থেকে ত্বহার এই কথা তৃণমূলকে কিছুটা স্বস্তি দেবেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement