West Bengal Election 2021 : ২০০ আসন দরকার, না হলে টাকা খাইয়ে কিনে নেবে BJP! মমতা

তিনি বলেন, আমরা সবুজ সাথী দিই, ঐক্যশ্রী দিই, কন্যাশ্রী দিই। বিনা পয়সায় খাবার দিই। দিদি এবার জিতলে কী করবে ভাবছেন? পরে আরও কী করব জানেন? একটা সংসারে মা পাবে খরত, রেশন বিনা খরচে পৌঁছে যাবে, বৃত্তি পাবে।

Advertisement
West Bengal Election 2021 : ২০০ আসন দরকার, না হলে টাকা খাইয়ে কিনে নেবে BJP! মমতামুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ২০০ আসন দরকার
  • না হলে টাকা খাইয়ে কিনে নেবে বিজেপি
  • কোচবিহারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২০০ আসন দরকার। না হলে টাকা খাইয়ে কিনে নেবে বিজেপি। কোচবিহারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, আমরা সবুজ সাথী দিই, ঐক্যশ্রী দিই, কন্যাশ্রী দিই। বিনা পয়সায় খাবার দিই। দিদি এবার জিতলে কী করবে ভাবছেন? পরে আরও কী করব জানেন? একটা সংসারে মা পাবে খরত, রেশন বিনা খরচে পৌঁছে যাবে, বৃত্তি পাবে।

এদিন তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রায়দিঘিতে শুনেছি ১ হাজার টাকা করে দেবে। আগে ১৫ লক্ষ টাকা না হবে, টাকা দিতে হবে। খবরদার না, ওটা পাপ হবে। টাকা দিতে বাঁহাতে নিয়ে ডান হাতে তৃণমূলকে ভোটটা দেবেন।

তাঁর আরও অভিযোগ, রেল-সেল-ভেল বিক্রি করে দিচ্ছে। সোর্সও বিক্রি করে দেবে। প্রাইভেট গোয়েন্দা, প্রাইভেট এজেন্সি কাজ করবে।

তিনি বলেন, কোচবিহারকে হেরিটেজ সিটি বানিয়ে দিচ্ছি। যাতে সবাই দেখতে আসতে পারেন। অসম থেকে গুন্ডা পাঠিয়ে ভোট নিতে আসে,আপনি ভয় পাবেন। ডিটেনশন ক্যাম্পে থাকতে না হলে বিজেপি ভোট দেবেন না। আমি সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। আপনাদের সবার পাহারাদার। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। মমতাকে হারাতে হবে। ১ লক্ষ লোক নিয়ে এসেছে। আগে দিল্লি সামলা, তারপর বাংলা।

মমতা বলেন, প্রার্থী মার খেলে মার খাওয়া অবস্থায় রাস্তায় ঘুরবেন। যে পালিয়ে আসবেন, তাদের আগে মারতে হয়। যে ভয় পাবে না, তাদের পুরস্কৃত করব। অসম থেকে গুন্ডা এনে ভয় দেখাবে। অসম সীমান্ত সিল করতে হবে। প্রশাসনকে বলব।

POST A COMMENT
Advertisement