Birbhum বীরভূম আছে বীরভূমেই। নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ইলামবাজারের ডোমনপুর গ্রাম। সেখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ২ পক্ষেরই কয়েকজন জখম হন।
আজ দুপুরে ডোমনপুর গ্রামে যান সেখানকার বিজেপি প্রার্থী অর্নিবাণ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তাঁকে দেখেই তাড়া করতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রার্থীকে মারধরের চেষ্টাও করা হয়। আক্রমণ চালানো হয় তাঁর গাড়িতেও। বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এলাকায় আসা মাত্র তাঁর গাড়ির উপর আক্রমণ করে তৃণমূলের লোকজন। কোনওরকমে ওই এলাকা থেকে পালিয়ে বাঁচেন বিজেপি। ওই প্রার্থীর অভিযোগ, তিনি যাওয়ার খবর পেয়ে পরিকল্পনামাফিক তাঁর উপর হামলা চালিয়েছে শাসকদলের লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, গ্রামবাসীরা বিজেপির উপর ক্ষুব্ধ। তারাই এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত আজই ইলামবাজারের ঘুড়িশা গ্রামে গিয়েও আক্রমণের মুখে পড়েন অনির্বাণ। সেখানে বিজেপি কর্মীদেরও উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় বিজেপি-র বেশ কয়েকজন কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ।
গতকাল রাত থেকেই উত্তপ্ত হয় বীরভূমের ইলামবাজার। ইলামবাজার থানার বাতিকার গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শেখ বদরুলের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলেও অভিযোগ।