ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। ট্যুইটে তিনি লেখেন,পিসির ছত্রছায়ায় রাজ্যে জেএমবি ও আলকায়েদা জঙ্গিরা বোম বানাত। এবার আব্বাসের দল রাজনৈতিক হিংসা ছড়ানোর জন্য বোমা বানাচ্ছে।
While terror groups like JMB and Al Qaeda had been making bombs under Pishi’s watch as Bengal’s Home Minister, now it seems is the turn of Abbas Front (comprising of secular parties like the Left and Congress) to make bombs and unleash political violence in Bengal.#SaveBengal https://t.co/LWQrdJhKeR
— Amit Malviya (@amitmalviya) March 3, 2021
ঠিক কী ঘটনা
চলতি সপ্তাহেই রাতভর তল্লাশি চালিয়ে আইএসএফ সমর্থকদের বাড়ি থেকে উদ্ধার হয়বন্দুক ও বোমা। ভাঙড়ের সিতুরী এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর ব্রিগেডে যাওয়া নিয়ে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় পুলিশ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনার রেশ ধরেই গতরাতে সিতুরী সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালায়।ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক এক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে কাজদিয়া এলাকায় থেকে আরো একটি বন্দুক এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ভোররাত তল্লাশি চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি বন্দুক ও কার্তুজসহ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভাঙড়ে একাধিক তৃণমূলের সঙ্গে আইএসএফের সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন, আব্বাসকে নিশানা শমীকের! 'মানুষকে সচেতন করব'
আব্বাসকে আক্রমণ বিজেপির
সেই রেশ টেনে এবার আইএসএফকে বিঁধলেন বিজেপি নেতা অমিত মালব্য। প্রসঙ্গত, বাম ও কংগ্রেস জোটের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা অনেকটাই এগিয়ে গিয়েছে আইএসএফের। এবাররে বিধানসভা নির্বাটনে রাজ্যের সংখ্যালঘু আসনগুলিকে টার্গেট করেছেন আব্বাস। ইতিমধ্যে বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের সমঝোতা ঘিরে আক্রমণ শানিয়েছে তৃণৃমূলও। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, এতোদিন জানতাম বিজেপি সাম্প্রদায়িক দল। এখন সেই খাতায় নাম লিখিয়েছে বাম ও কংগ্রেসও। ব্রিগেডে আব্বাসের সঙ্গে সভার পরে আর ধর্মনিরপেক্ষ দল নেই বাম ও কংগ্রেস। সোমবার এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, "ভাগিদারী ও অংশিদারীর কথা বলে আব্বাস সিদ্দিকী যে রণহুঙ্কার দিয়েছেন তার বিরুদ্ধে মানুষকে সচেতন করছি।" একইসঙ্গে বাম ও কংগ্রেসের সমালোচনা করে এই বিজেপি নেতা বলেন," আমাদের রাজনীতি বিভাজনের নয় সমন্বয়ের। আমাদের রাজনীতি ভোট কেন্দ্রীক রাজনীতি নয়।"