scorecardresearch
 

West Bengal 4th Phase Election: ডোমজুড়ের গদ্দারকে হারান : মমতা

চতুর্থ দফার ভোটের প্রচারে হুগলি, হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
Mamata Mamata
হাইলাইটস
  • হুগলি, হাওড়া ও কলকাতায় সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • তৃণমূল জিতলে সব করে দেব, বললেন মুখ্যমন্ত্রী
  • BJP ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবে, দাবি মমতার

চতুর্থ দফার নির্বাচনের আগে হুগলি ও হাওড়াতে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির বলাগড় ও শ্রীরামপুরে সভা তৃণমূল সুপ্রিমোর। হাওড়ার ডোমজুড় ও বেহালাতেও সভা করেন তিনি। এই  সভাগুলি থেকে কী কী বললেন তৃণমূল সুপ্রিমো- দেখুন একনজরে

  • মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন 
  • বলাগড়ের মানুষকে সব দেব, ভোটটা আমাদের দিন
  • আমি মনোরঞ্জনের মতো রিক্সা চালাতে ভালোবাসি 
  • আমি স্কুটি চালাতে ভালোবাসি 
  • পুলিশ ও সেনা বাহিনী ভয় দেখালে আমাদের বলবেন 
  • ভোটের আগের দিন এলাকায় পাহারা দিন
  • পুলিশকে বলব, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করান 
  • মনোরঞ্জন দলিতদের জন্য লেখে, ওকে আপনারা ভোট দিন 
  • হুগলিকে বাঁচাতে হলে আপনাদের তৃণমূলকে ভোট দিতে হবে 
  • BJP টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, টাকা নিন। কিন্তু, ভোট আমাদের দেবেন 
  • উত্তরপ্রদেশ ও বিহার থেকে গুন্ডা এনে ভোট করাচ্ছে ওরা 
  • খেলা হবে আর খালি হবে 
  • শ্রীরামপুরে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের ছেলেদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী
  • আমরা সবার বেতন বাড়িয়েছে। শিক্ষকদের বেতন দিয়েছি
  • আমাদের বাংলার ছেলে-মেয়েরা এখন রাজ্যের পয়সায় দেশে ও বিদেশে ঘুরতে যেতে পারে 
  • ছেলে-মেয়েদের স্মার্টফোন দেব 
  • পড়ুয়াদের জন্য ক্রেডিটকার্ড করে দেব
  • গ্যারেন্টার থাকবে রাজ্য সরকার
  • কারও কাছে ভিক্ষা চাইতে হবে না 
  • কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই
  • অমিত শাহ বাহিনীকে পাঠিয়ে বলছে, মানুষকে ভয় দেখান 
  • অন্যায় করলে অ্যাকশন হবে 
  • BJP হারবে, গোহারা হারবে 
  • রাজ্যে ১ লাখ গুন্ডা এনেছে বিজেপি। 
  • কাউকে ভয় পাবেন না
  • দিল্লি কা লাড্ডু এখানে দেখাবে না
  • সব বিক্রি করে দিচ্ছে। আর এখন বড় বড় কথা বলছে
  • বিজেপি রাবণের দল
  • ২ কোটি ছেলে বেকার হয়েছে। বাংলা অনেক এগিয়ে 
  • ব্যাঙ্কে এখন টাকা রাখতে পারবেন না
  • দরকার হলে আলুর চপ দিয়ে পান্তা খান, রান্না করবেন না। কিন্তু, ভোট দিতে যাবেন
  • বাংলাকে বাঁচাতে গেলে সেদিন ভোট দিতেই হবে
  • নরেন্দ্র মোদী নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছেন, মনে হচ্ছে গান্ধির থেকেও বড় নেতা যেন
  • ইতিহাসকে ঘুরিয়ে দিচ্ছে বিজেপি 
  • ওদের ভোট না দিলে প্যানকার্ড কেটে দেব, নাগরিকত্ব কেড়ে নেবে। এমন ভয় দেখাচ্ছে। 
  • ওদের ভয় পাবেন না, কিছু করতে পারবে না
  • আব্দুল মান্নানকে ভোট দেবেন না। উনি BJP-র হয়ে কাজ করছেন
  • হিন্দিভাষীরাও আমাদের ভোট দিন, তাহলে বাংলায় নিরাপদে থাকতে পারবেন 
  • সুজাতাকে পিটিয়েছে, ভোটের পর বুঝে নেব
  • ডোমজুড়ে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ডোমজুড়ে গদ্দার-মিরজাফরকে মনোনয়ন দিয়েছিলাম
  • ওকে আমি চিনতে ভুল করেছিলাম 
  • অনেক টাকা মেরে দিয়েছে
  • আমি ভুল করে ওকে বিশ্বাস করেছিলাম 
  • আমাকে ক্ষমা করে দেবেন
  • এখন ওর কলকাতা ও দুবাইয়ে অনেক সম্পত্তি 
  • আমি সাধারণ মানুষের কাছ থেকে এসব খবর পেয়েছি 
  • আমার বিরুদ্ধে অভিযোগ করার ভয় দেখাবেন না, আমি ওসব অনেক দেখেছি
  • বিজেপি সব্বাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে
  • ভোটের সময় ভন্ডামি হচ্ছে। সারাবছর খোঁজ নেয় না। ভোটের সময় চলে আসে
  • বিজেপি ছদ্মবেশী শয়তান 
  • বাংলা কোনওদিন বিজেপির হবে না, এ বাংলা বিজেপি পাবে না। 
  • মোদী আমাকে নিয়মিত ভেঙাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন
  • বিজেপি-কে বোল্ড করে দিন
  • বেহালার সভায় বক্তব্য রাখতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • আমি শুভ কাজ করার আগে বেহালা চৌরাস্তার মাটি ছুঁয়ে যায়
  • আমি এখনও ঘরের মমতা 
  • আপনারা আমাকে দুহাত ভরে দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ
  • আমি কারও কাছে মাথা নত করি না, করবও না 
  • আমি যখন তৃণমূল তৈরি করি, তখন আপনারা আমাকে জন্ম দিয়েছিলেন
  • বেহালার জন্য সব কাজ করেছি। এখানে কেউ ভেবেছিল যে মেট্রো হবে? 
  • সব আমি করে দিয়েছি
  • বেহালা ইতিহাস হয়ে থাক, আমি চাই এটা 
  • মাঝেরহাট নিয়ে আপনাদের কষ্ট হয়েছে, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী
  • বেহালাতে অনেক ব্রিজ করে দিয়েছি
  • ১৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, একাধিক ফ্লাইওভার করার কথা ভেবেছি।
  • বেহালার জলের সমস্যা মিটে যাবে
  • পাড়ায় পাড়ায় সরকার হবে প্রতি ৪ মাস অন্তর
  • ৭ দিন অন্তর আমরা অভিযোগ পেলেই করে দেব
  • ক্লাস নাইনের কলকাতার ছেলে-মেয়েদের সাইকেল দেওয়া হয় না। তাই ওদের জন্য অন্য কিছু ভাবছি 
  • বাংলায় আমরা দারিদ্র কমিয়ে দিয়েছি। কেন্দ্র সরকার তা বাড়িয়ে দিয়েছে। 
  • বিজেপির কাছে বামেরা বিক্রি হয়ে গিয়েছে
  • আসল বামেরা বিক্রি হয়নি
  • বিজেপি মেয়েদের অসম্মান করে, ওরা অভদ্র

 

Advertisement

Advertisement