বাংলায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ SIR-এ খসড়া ভোটার লিস্টে, চেক করার পদ্ধতিও রইল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। তবে কেন এত সংখ্যক নাম বাদ দেওয়া হল, তাও স্পষ্ট করেছে SIR।

Advertisement
বাংলায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ SIR-এ খসড়া ভোটার লিস্টে, চেক করার পদ্ধতিও রইলখসড়া ভোটার তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ ভোটার
হাইলাইটস
  • কেন এত সংখ্যক নাম বাদ দেওয়া হল, তাও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।
  • যদিও এখনও SIR-এর প্রক্রিয়া চলছে।
  • ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন।

অবশেষে সামনে এল বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া তালিকা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। তবে কেন এত সংখ্যক নাম বাদ দেওয়া হল, তাও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

মোট বাদ পড়া নামের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি নিখোঁজ ভোটারের সংখ্যা রয়েছে ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অন্য রাজ্য বা দেশে চলে গিয়েছেন এমন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জনের নাম ছেঁটে ফেলেছে কমিশন। পাশাপাশি ডুপ্লিকেট বা ফলস্ ভোটার হিসেবে নাম কাটা গিয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জনের। এছাড়াও, অন্যান্য কারণে নাম বাদ গিয়েছে ৫৭ হাজার ৬০৪ জনের। সব মিলিয়ে মোট নাম বাতিল হয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের।

যদিও এখনও SIR-এর প্রক্রিয়া চলছে। কোন কোন ভোটারের নাম শেষ পর্যন্ত নির্বাচনী তালিকায় থাকছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ ওইদিনই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন।

আপনার নাম সুরক্ষিত তো?

যে ব্যক্তিদের নাম বাদ গিয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাই ওই তালিকায় আপনার নাম না থাকলে আপনি সুরক্ষিত। কী ভাবে ওই তালিকা দেখবেন?

প্রথমে ceowestbengal.wb.gov.in/asd_sir এই লিঙ্কে যান। এখানেই পাওয়া যাচ্ছে বাদ পড়া ভোটারদের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করলেই পাওয়া যাবে বাতিল হওয়া ভোটারদের তালিকা। 

কীভাবে দেখবেন?

৩টি অপশন রয়েছে। প্রথম, EPIC নম্বর দিয়ে সার্চ করে দেখা যেতে পারে। দ্বিতীয়, বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বর দিয়ে সার্চ করতে হবে। প্রতিটি বুথ অনুযায়ী বাতিল ভোটারদের তালিকা ডাউনলোড করা যাবে। তৃতীয়, BLO/BLA-দের তৈরি বাতিল ভোটারদের তালিকাও দেখা যাবে বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথের পার্ট নম্বর দিয়ে সার্চ করলে।

Advertisement

অনলাইনে কীভাবে খুঁজবেন নাম?

> প্রথমে eci.gov.in ওয়েবসাইটে ঢুকতে হবে। 
> ওয়েবসাইটের ডান দিকে উপরে গোলাপী রঙের উপর সাদা দিয়ে লেখা অপশন 'Search Your Name In E-Roll'। সেখানে ক্লিক করুন। 
> অন্য একটি পেজ খুলে যাবে। উপরে লেখা থাকবে 'Search In Electoral Roll'। নীচে ৩টি অপশন- এপিক নম্বর দ্বারা অনুসন্ধান, ব্যক্তিগত তথ্য দ্বারা অনুসন্ধান এবং মোবাইল নম্বর দ্বারা অনুসন্ধান।
> প্রথম অপশন সিলেক্ট করলে আপনাকে বসাতে হবে ভোটার কার্ডের EPIC নম্বর। তার আগে অবশ্যই নির্দিষ্ট রাজ্য এবং ভাষা সিলেক্ট করে নিতে হবে। 
> এরপর ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনার নাম। 
> ব্যক্তিগত বিবরণ দিয়ে সার্চ করলেও রাজ্য এবং ভাষা সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে বসাতে হবে নাম, জন্ম তারিখ, আত্মীয়ের নাম (ফর্মে যা উল্লেখ করা হয়েছে), লিঙ্গ, জেলা, বিধানসভা কেন্দ্র। সবচেয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করলেই দেখাবে নাম। 
> তৃতীয় অপশন বেছে থাকলে রাজ্য ও ভাষা সিলেক্ট করার পর বসাতে হবে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড। একটি OTP আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। OTP দিয়ে সার্চে ক্লিক করলেই দেখাবে নাম। 
 

POST A COMMENT
Advertisement