scorecardresearch
 
Advertisement

VIDEO: বরাহনগরে প্রচারে পার্নো, জমজমাট রোড শো বিজেপির

VIDEO: বরাহনগরে প্রচারে পার্নো, জমজমাট রোড শো বিজেপির

জমজমাট রোড শো পার্নো মিত্রের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বরানগর। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্র। সোমবার তার সমর্থনে একটি সুদৃশ্য রোড শো বের হয় বেলঘড়িয়ার 234 বাস স্ট্যান্ড থেকে। হুড খোলা গাড়িতে পার্নো মিত্র আর তার সঙ্গে কয়েকশো বাইক। পরনে সাদা সালোয়ার, কপালে তিলক, চোখে সানগ্লাস- এটাই ছিল অভিনেত্রী গরমের প্রচারের পোশাক। গ্রীষ্মের চাদি ফাটা গরমে ক্লান্ত পার্নোকে মাঝেমধ্যেই দেখা গেল গাড়ির মধ্যে বসে একটু জিরিয়ে নিতে। পার্নোর এই রোড শো ঘিরে দলের কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Advertisement