Advertisement

VIDEO: অপছন্দের প্রার্থী! হেস্টিংসে বিজেপি দফতরে বিক্ষোভ কর্মীদের

তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভে নামতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার হাওড়ার উদয়নারায়ণপুর ও পাঁচলা বিধানসভার দলীয় প্রার্থীর বিরোধিতা করে হেস্টিং-এ দলের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। উদয়নারায়ণপুরের বিজেপি কর্মী সমর্থকরা জানাচ্ছেন, ওই কেন্দ্রে সমিতরঞ্জন কাঁড়ারকে প্রার্থী করেছে দল। কিন্তু তাঁর এলাকায় কোনও সংগঠন নেই। পরিবর্তে দীর্ঘদিন ধরে যিনি দল করে আসছেন সেই ভোলা সামুইকে প্রার্থী করা হয়নি। এক্ষেত্রে ভোল সামুইকেই প্রার্থী করার দাবি তুলেছেন তাঁরা। 

Advertisement