'আমি কোনও দলেই নমিনেশন চাইনি। আমি তাই নির্দলেই দাঁড়াতে চাই।' বললেন লাভপুরের রাজনীতিবীদ মনিরুল ইসলাম। বিজেপিতে যোগ দিয়েও নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিলেন মনিরুল। লাভপুরে তিনি একাই একশো এমনটাই মনে করেন তিনি। দেখুন ভিডিয়ো।