Advertisement

Exclusive Video: শালতোড়ার বিজেপি প্রর্থীর জন্য প্রচারে স্বয়ং মিঠুনদা

বিজেপির হয়ে প্রথমবার প্রচারে নামলেন মিঠুন। দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে করলেন রোড শো। প্রথম দফার নির্বাচনে আজকেই শেষ প্রচারের দিন। এদিন বাঁকুড়ার শালতোড়ায় বিজেপির প্রচারে প্রথম দিনই ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী।

Advertisement