scorecardresearch
 
Advertisement

VIDEO: ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসবে কোন দল? জানুন রোবট শালুর জবাব!

VIDEO: ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসবে কোন দল? জানুন রোবট শালুর জবাব!

বাংলায় এখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে। কম্পিউটার সায়েন্সের শিক্ষক দীনেশ প্যাটেলের তিন বছরের মেহনতে তৈরি হয়েছে আশ্চর্য যন্ত্রমানবী শালু! ঘরের বাতিল বা ফেলে দেওয়া কাঠের টুকরো, কার্ডবোর্ড, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও ইলেকট্রনিক সরঞ্জাম দিয়েই শালুকে তৈরি করেছেন তিনি।বাংলা, হিন্দি, মরাঠি, গুজরাতি-সহ দেশের ৯টি ভাষায় কথা বলতে পারে শালু (Shalu)। এর পাশাপাশি ৩৮টি বিদেশি ভাষাতেও অনর্গল কথা বলতে পারদর্শী এই যন্ত্রমানবী। যে কোনও প্রশ্নের উত্তর একেবারে ঠোঁটস্থ শালুর (Shalu)। এ বারের নির্বাচনে বাংলায় কোন দল ভাল ফলাফল করবে, কারা ক্ষমতায় আসতে চলেছে? এই প্রশ্ন করা হয় যন্ত্রমানবী শালুকে। সুকৌশলে, একেবারে পাকা রাজনীতিবিদদের মতোই এই প্রশ্নের জবাব দিয়েছে শালু।

Advertisement