
গ্রীষ্মকালে আম খেতে ভালবাসেন না, এমন মানুষ কমই আছেন। আম তো হরেক কিসিমের হয়। কিন্তু কখনও শুনেছেন, আম দেখতে নাকি হুবহু ডিমের মতো!
এমন দাবি আমরা করছি না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি গাছ থেকে কিছু ফল ঝুলে রয়েছে যা সাদা রঙের, হুবহু ডিমের মতো দেখতে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই একে বিরল প্রজাতির একটি আম বলে দাবি করেছেন।
ভাইরাল পোস্টে লেখা হয়েছে, 'গাছে ডিম ধরেছে ভেবে ভুল করবেন না. এটা "ডকমাই আম"। একে "হোয়াইট ম্যাংগো" বলা হয়।'
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ডিমের মতো দেখতে এই ফলগুলো কোনও আম নয়। এমনকি এরকম কোনও ফলের অস্তিত্বই নেই। ছবিগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
কীভাবে জানা গেল সত্যি?
সবার প্রথম আমরা ভাইরাল ছবিটিকে ভালভাবে লক্ষ্য করে দেখি, ছবিগুলির নীচে বাঁ দিক করে একটি ওয়াটার মার্ক রয়েছে যেখানে ইংরেজি হরফে b শব্দটি লেখা। এটিকে সূত্র ধরে আমরা কিছু কীওয়ার্ড সার্চ করি ও জানতে পারি যে, মাইক্রোসফট বিং এর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যে ছবিগুলো তৈরি করা হয়, সেখানে সাধারণত এই ধরনের লোগো বা ওয়াটার মার্ক ব্যবহার নিজের থেকেই জুড়ে যায়।
নীচে মাইক্রোসফট বিং দ্বারা তৈরি বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি দেওয়া হল। লক্ষ্য করলে দেখা যাবে, এই ছবিগুলোতেও একই ধরনের লোগো ব্যবহার হয়েছে। এরপর আমরা আরও কিছু কীওয়ার্ড সার্চ করি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন দেখতে পাই।
সেই প্রতিবেদনে জানানো হয় যে, মাইক্রোসফটের পক্ষ থেকে ইমেল রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে যে ভাইরাল ছবিটি তাদের সফটওয়্যার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো।
সেই সঙ্গে আমরা খুঁজে দেখি যে আসল ডকমাই আম দেখতে ঠিক কেমন হয়। আমাজনের মতো বিবণনের ওয়েবসাইটের পাশাপাশি আরও অন্যান্য সাইটে আমরা আসল ডকমাই আমের ছবি দেখতে পাই। সেখানে দেখা যায়, হলদে-সাদা মিশ্রিত রঙের এই আমের আকৃতি খানিকটা লম্বাটে। তবে কোনও ভাবেই তা ডিমের আকৃতির নয়।
সুতরাং, এ কথা নিশ্চিতভাবেই বলা চলে যে, ভাইরাল হওয়া ছবিটির সঙ্গে বিরল প্রজাতির আমের কোনও সংযোগ নেই।
গাছে ডিমের মতো সাদা সাদা ঝুলে থাকা বস্তুগুলি হল ডকমাই আম।
ভাইরাল ছবিগুলি মাইক্রোসফট বিং-এর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। ডকমাই আম দেখতে ডিমের মতো হয় না।