ফ্যাক্ট চেক: পাল্টা পাক হামলায় ভারতীয় যুদ্ধবিমান ‘ধ্বংস’-এর দাবিতে ছড়াল AI নির্মিত ছবি ও ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবি এবং প্রথম ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটি একটি ভিডিও গেম থেকে নেওয়া হয়েছে। এগুলির সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক নেই।

Advertisement
ফ্যাক্ট চেক: পাল্টা পাক হামলায় ভারতীয় যুদ্ধবিমান ‘ধ্বংস’-এর দাবিতে ছড়াল AI নির্মিত ছবি ও ভিডিও

মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা বাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নামক অভিযানের মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সেনা সূত্র খবর। অন্যদিকে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পাল্টা হামলা করার দাবি করা হচ্ছে পাক বাহিনীর তরফে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও। 

যেগুলি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’এর পাল্টা অভিযানে ভারতের একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। প্রথম দাবি, “পাকিস্তানের মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ভারতের দম্ভ! এই রাফায়েল ফাইটার বিমান নিয়েই ভারতের এত বড়াই! পাকিস্তানের দাবি পাঁচটি বিমান ধ্বংস করেছে, ভারতীয় মিডিয়া তিনটির স্বীকার করেছে।”

দ্বিতীয় দাবি, “ব্রেকিং ভারতের ৩টি রাফালসহ ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।”


তৃতীয় দাবি, “ভারতের যুদ্ধবিমান যেভাবে ভূপাতিত করে পাকিস্তান রেডি হচ্ছে পাকিস্তান মিছাইল। শুরু হয়ে গেলো ভারত পাকিস্তান যুদ্ধের দামামা”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবি এবং প্রথম ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটি একটি ভিডিও গেম থেকে নেওয়া হয়েছে। এগুলির সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক নেই।

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথম দাবি: উপরে উল্লেখিত প্রথম ছবিটিতে মাটিতে একটি যুদ্ধ বিমান পড়ে থাকতে এবং সেটিতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবিটির সত্যতা জানতে সেটি নিয়ে রিভার্স ইমেজ ও এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে প্রমাণ হয় সেটি পাকিস্তানি হামলায় ধ্বংস হওয়া ভারতীয় যুদ্ধ বিমান রাফাল।

Advertisement

তবে ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমরা সেটির নিচের দিকে মেটা এআই-এর একটি লোগো দেখতে পাই। যা থেকে অনুমান  করা যায় যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হলেও হতে পারে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আমরা এআই যাচাইকারী ওয়েবসাইটের HIVE Moderation-এ ছবিটি পরীক্ষা করি। ওয়েবসাইটি ৯৯.৭ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ছবিটি এআই দ্বারা তৈরি।

দ্বিতীয় দাবি: উপরে উল্লেখিত দ্বিতীয় দাবি অর্থাৎ প্রথম ভিডিওতে একটি হেলিকপ্টারের সাহায্যে গাছের উপরে ভেঙে পড়া একটি যুদ্ধবিমানকে তুলতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি সন্দেহজনক। কারণ সেখানে উপস্থিতি উদ্ধার কর্মী ও কপ্টারটির গতিবিধি স্বাভাবিক নয়। যা থেকে অনুমান করা যায় যে ভিডিওটি এআই দ্বারা তৈরি করা হলেও হতে পারে। তাই এরপর ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ৩ মে অর্থাৎ ‘অপারেশন সিঁদুর’এর তিনদিন আগে একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। সেখানে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হেলিকপ্টারের সাহায্যে একটি ভেঙে পড়া যুদ্ধবিমান তোলার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চ্যানেলটি পর্যবেক্ষণ করলে আমরা সেখানে এআই দিয়ে তৈরি হেলিকপ্টারের সাহায্যে বিভিন্ন যুদ্ধবিমান বা গাড়ি তোলার এই ধরনের আরও অনেক ভিডিও খুঁজে পাই। 

তৃতীয় দাবি: উপরে উল্লেখিত দ্বিতীয় ভিডিওতে একাধিক যুদ্ধবিমানকে আকাশে একে অপরকে লক্ষ্য করে হামলা করতে দেখা যাচ্ছে। এবং ভিডিওর এক পর্যয়ে একটি বিমান প্রতিপক্ষের হামলায় ধ্বংস হয়ে মাটিতে পড়েছে। এক্ষেত্রেও ভিডিওটির আসল রহস্য জানতে অর্থাৎ এর সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা দেখতে সেটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন পহেলগাঁওয়ের জঙ্গি হামলার আগে অর্থাৎ চলতি বছরের ১৯ এপ্রিল কফিন গেমিং নামক একটি ফেসবুক পেজে এই একই ভিডিও পাওয়া যায়। ফেসবুক পেজটি ভালো করে পর্যবেক্ষণ করলে জানা যায়, সেটিতে নিয়মিত এই ধরনের গেমিং ভিডিও শেয়ার করা হয়। যা থেকে নিশ্চিত হয় যে ক্লিপটি বাস্তব কোনও যুদ্ধের দৃশ্য নয় বরং একটি ভিডিও গেমের অংশ। 

এর থেকে প্রমাণ হয় যে, ভারতীয় সেনার অভিযানের পাল্টা হামলা দাবি করে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি অথবা ভিডিও গেমের ক্লিপ শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

‘অপারেশন সিঁদুর’এর পাল্টা অভিযানে ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান।

ফলাফল

ভাইরাল ছবি এবং প্রথম ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটি একটি ভিডিও গেম থেকে নেওয়া হয়েছে। এগুলির সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement