ফ্যাক্ট চেক: হায়দরাবাদে নির্মীয়মান বহুতলে গ্যাস কাটার বিস্ফোরণ দাবিতে ছড়াল AI নির্মিত ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভবনে গ্যাস কাটার বিস্ফোরণের দৃশ্য নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Advertisement
ফ্যাক্ট চেক: হায়দরাবাদে নির্মীয়মান বহুতলে গ্যাস কাটার বিস্ফোরণ দাবিতে ছড়াল AI নির্মিত ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি নির্মীয়মান বহুতল ভবনের টপ ফ্লোরের ছাদে হঠাৎই বিস্ফোরণ ঘটতে এবং এর জেরে ছাদে কর্মরত একাধিক শ্রমিককে ভারসাম্য হারিয়ে বহুতল থেকে নীচে পড়ে যেতে দেখা যাচ্ছে। সরাসরি উল্লেখ না করলেও ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, হায়দরাবাদে বহুতল ভবন নির্মাণের সময় একটি গ্যাস-কাটার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে একাধিক শ্রমিকের।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “হায়দ্রাবাদ কাজের সময় একি অঘটনা হলো গ্যাস কাটার বিস্ফোরণ হলো গো. আমাদের বিদেশ জীবন এমন গো। পেটে দায়ে এমন ভাবে চলে যেতে হয়।” অন্যদিকে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “পরিযায়ী শ্রমিকের এমনই জীবন দেশ বিদেশে কাজ করতে করতে এভাবেই বিপদের সম্মুখীন হতে হয়। খুব মর্মান্তিক ঘটনা।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভবনে গ্যাস কাটার বিস্ফোরণের দৃশ্য নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমরা লক্ষ্য করি, বিল্ডিংটিতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ছাদ থেকে একই সঙ্গে মোট তিনজনকে নীচে পড়তে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎই তাদের মধ্যে দু’জনের শরীর অদৃশ্য হয়ে  কেবলমাত্র তাদের পোশাক নিচে পড়তে দেখা যায়। এমনকি সেই পোশাকের রংও পরিবর্তন হতে দেখা যায়। অন্যদিকে কমেন্ট সেকশনে অনেকেই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করেছেন। যা থেকে সন্দেহ তৈরি হয় যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হলেও হতে পারে।

তাই এরপর ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১ জুন ‘World Of AI-MASTER’ নামক একটি ইউটিউব চ্যানেলে এই কই ভিডিও পাওয়া যায়। যে ভিডিওর বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে, “এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে একটি ভিডিও। যা নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে।” এমনকি চ্যানেলটির বিস্তারিত অংশ বা ডেসক্রিপশনেও এই একই তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চ্যানেলটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা লক্ষ্য করি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এই একই ধরনের অর্থাৎ বহুতল ভেঙে পড়া কিংবা বিস্ফোরণের আরও অনেক ভিডিও রয়েছে। 

Advertisement

তবে বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে এরপর ভাইরাল ভিডিওটিকে Cantilux নামক এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করা হয়। ওয়েবসাইটি ৯৯ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ্য, আমরা আমাদের অনুসন্ধানে সম্প্রতি হায়দ্রাবাদে কোনও নির্মীয়মান বহুতল ভবনে বিস্ফোরণের জেরে কারোর মৃত্যুর কোনও খবর খুঁজে পাইনি।

এর থেকে প্রমাণ হয় যে, হায়দরাবাদে নির্মীয়মান বহুতলে গ্যাস-কাটার বিস্ফোরণের দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভবনে গ্যাস কাটার বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভবনে গ্যাস কাটার বিস্ফোরণের দৃশ্য নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement