
ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে একটি পোস্ট এ বার সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। নেটিজেনদের একটি বড় অংশ টুইটার এবং ফেসবুকে একটি ট্রেনের ছবি শেয়ার করেছেন। ওই ট্রেনের সামনে ভীমরাও আম্বেদকরের একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
ভাইরাল হওয়া ছবিটিতে ভীমরাও আম্বেদকরের ছবির পাশাপাশি, বেশ কয়েকটি জায়গায় "জয় ভীম" লেখাও দেখতে পাওয়া যাচ্ছে।
जो काम भारत नहीं कर सका वह काम अमरीका ने करके दिखाया अमरीका की सबसे लम्बी दूरी की ट्रेन पे बाबासाहब का पोस्टर लगाया गया? मगर भारत की मनुवादी मीडिया यह खबर नहीं दिखाएगी.{~ #__सत्ता__के__दलाल~}
— Balram Malviya (@BalramM59563996) March 16, 2023
जय भीम
जय संविधान pic.twitter.com/wOBenXGjFM
ছবিটি শেয়ার করে নেটিজেনদের একাংশ হিন্দিতে যা লিখেছেন, "ভারত যা করতে পারেনি, আমেরিকা সেই কাজটা করে দেখিয়েছে। আমেরিকার দীর্ঘতম দূরত্বের ট্রেনে বাবা সাহেবের পোস্টার লাগানো হল। কিন্তু ভারতের মনুবাদী মিডিয়া এই খবর দেখাবে না।" (পোস্টটি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে)
টুইটারের পাশাপাশি ফেসবুকেও ওই ছবি, একই দাবি-সহ শেয়ার করা হয়েছে। এমনই একটি পোস্টের আর্কাইভ ভার্সানটি এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ছবিটি ভুয়ো। আসল ছবিটি দিল্লি মেট্রোর এবং সেখানে কোনও আম্বেদকরের ছবি ছিল না।
কীভাবে জানা গেল সত্যি?
যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকত, তবে প্রথম সারির সংবাদ মাধ্যমে তা অবশ্যই প্রকাশ পেত। কিন্তু এমন কোনও প্রতিবেদন কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা খুঁজে পাইনি।
এরপর রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা ভাইরাল ছবিটিকে খুঁজে বের করার চেষ্টা করি। তখন ওই একই ধরনের ছবি Metro Rail New নামের একটি ওয়েবসাইটে আমরা দেখতে পাই। যদিও সেখানে ভীমরাও আম্বেদকরের কোনও ছবি দেখা যাচ্ছিল না।
ছবিটির সঙ্গে তার ক্যাপশনে লেখা হয়, এটি দিল্লি মেট্রোর ছবি।
এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটেও ওই একই ছবি দেখতে পাওয়া যায়। সবক্ষেত্রেই সেটাকে দিল্লি মেট্রোর ছবি বলে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে প্রকাশিত দিল্লি মেট্রো সংক্রান্ত ABP News-এর একটি প্রতিবেদনেও একই ছবি ব্যবহার হয়।
ভাইরাল ছবিটির সঙ্গে আসল ছবিটি তুলনা করলে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এডিটিং-এর সাহায্যে এই ছবির উপর ভীমরাও আম্বেদকরের ছবি যোগ করা হয়েছে।
অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি সম্পাদিত এবং মিথ্যে দাবি-সহ সেটি শেয়ার করা হচ্ছে।
আমেরিকার দীর্ঘতম ট্রেনে ভীমরাও আম্বেদকরের ছবি যোগ করা হয়েছে।
ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিটি দিল্লি মেট্রোর