ফ্যাক্ট চেক: ভারত থেকে জল ছাড়ার মিথ্যে দাবিতে ভাইরাল চিনের গ্রান্ড ক্যানিয়নের ভিডিও

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, "দেখেন ভাই দেখেন ইন্ডিয়া থেকে কীভাবে বন্যার পানি বাংলাদেশের ঢুকতেসে, আপনারাই বলুন এটা কি ঠিক হচ্ছে ইন্ডিয়ার।"

Advertisement
ফ্যাক্ট চেক: ভারত থেকে জল ছাড়ার মিথ্যে দাবিতে ভাইরাল চিনের গ্রান্ড ক্যানিয়নের ভিডিও

ভয়াবহ বন্যায় ভাসছে ভারতের ত্রিপুরা-সহ বাংলাদেশের বেশ কিছু জেলা। এরই মধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি বড় অংশ ভারতে দায়ী করছেন এই বন্যার জন্য। এর সপক্ষে প্রমাণ হিসেবে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। যার মাধ্যমে দাবি করা হচ্ছে এই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে ভারত কীভাবে বাংলাদেশে জল ঢুকিয়ে দিচ্ছে।

তেমনই একটি ভিডিও ছড়িয়ে ফেসবুকে একই দাবি করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কোনও একটি নদীর ভয়াবহ জলপ্রবাহ। ভয়াল গতিতে জল বইতে দেখা যাচ্ছে এই ভিডিওতে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ইন্ডিয়া থেকে বন্যার পানি ঢুক।"

সেই সঙ্গে ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, "দেখেন ভাই দেখেন ইন্ডিয়া থেকে কীভাবে বন্যার পানি বাংলাদেশের ঢুকতেসে, আপনারাই বলুন এটা কি ঠিক হচ্ছে ইন্ডিয়ার।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে পেয়েছে যে এই ভিডিওটি ভারতের নয়। বরং চিনের টাইগার লিপিং জর্জ নামক একটি গ্রান্ড ক্যানিয়নের ভিডিও।

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করতে আমরা ওই একই ভিডিও দেখতে পাই অন্য একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ৬ জুলাই এই ভিডিওটি ওই হ্যান্ডেলে আপলোড করে স্প্যানিশ ভাষায় যে ক্যাপশন লেখা হয় তার অনুবাদ করলে মোটামুটি দাঁড়ায়- "ইউনানের পর্বতের টাইগার জাম্প নদীতে অবিস্মরণীয় অভিজ্ঞতা।"


অর্থাৎ এর আন্দাজ করা যায় যে, ইউনান প্রদেশে নামে টাইগার রয়েছে এমন কোনও নদীর দৃশ্য এটা হতে পারে। এই বিষয়ে কিছু কিওয়ার্ড সার্চ করে আমরা জানতে পারি, ইউনান প্রদেশে টাইগার লিপিং জর্জ নামক একটি দর্শনীয় স্থান রয়েছে জিনশা নদীর উপর।

Advertisement

এই বিষয়টিকে সূত্র ধরে যখন আমরা কিওয়ার্ড সার্চ করি তখন ওই জায়গার একাধিক ছবি খুঁজে পাই স্টক ফটো ওয়েবসাইট অ্যালামিতে। এই ছবিতেও দূরে একটি সেতু দেখা যাচ্ছে, যা হুবহু ভাইরাল ভিডিওতে উপস্থিত সেতুর মতোই দেখতে।

এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে আমরা ওই একই জায়গার, একই ধরনের অপর একটি ভিডিও চিন সরকার দ্বারা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম China Plus Culture-এর ফেসবুক পেজে দেখতে পাই। ২০১৯ সালের জুলাই মাসে এই পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল, "এটি কোনও বন্যা নয় - এটি টাইগার লিপিং গর্জ। দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে অবস্থিত, এটি বিশ্বের গভীরতম এবং সবচেয়ে দর্শনীয় নদী গিরিখাতগুলির মধ্যে একটি।"

এরপর আমরা গুগল ম্যাপ থেকে একই জায়গাটি খুঁজে বের করি। নীচে সেই ম্যাপ দেওয়া হল। এই ম্যাপেও নদীর পাশে থাকা ওই একই ব্রীজ দেখতে পাওয়া যাবে।

অর্থাৎ, একথা বুঝতে বাকি থাকে না যে চিনের ইউনান প্রদেশের একটি নদীর গিরিখাতের ভিডিওকে ভারতে দোষারোপ করতে মিথ্যে দাবিতে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ভারত বাংলাদেশের দিকে জল ছেড়ে দিচ্ছে।

ফলাফল

এই ভিডিওটি ভারতের নয়, বরং চিনের ইউনান প্রদেশের একটি নদীর গিরিখাতের ভিডিও।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement