ফ্যাক্ট চেক: প্রকাশ্যে মহিলাকে ‘চুমু’ বিজেপি নেতার? না, AI দ্বারা সম্পাদিত ভিডিও-র ব্যক্তি JDU বিধায়ক

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বিজেপি নেতা নয় বরং বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মন্ডল। পাশাপাশি, তিনি ওই মহিলাকে চুমু খাননি। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে চুমুর দৃশ্যটি ভিডিওতে যুক্ত করা হয়েছে।

Advertisement
ফ্যাক্ট চেক: প্রকাশ্যে মহিলাকে ‘চুমু’ বিজেপি নেতার? না, AI দ্বারা সম্পাদিত ভিডিও-র ব্যক্তি JDU বিধায়ক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মাথা টুপি ও গলায় ফুলের মালা পরা এক ব্যক্তিকে প্রকাশ্যে সকলের সমানে প্রথমে একজন মহিলার মুখে একটি ৫০০ টাকার নোট স্পর্শ করতে এবং প্রায় সেই সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে চুমু খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওর ব্যক্তি একজন বিজেপি নেতা এবং তিনি প্রকাশ্য মঞ্চে একজন মহিলাকে চুমু খেয়েছেন। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“ এ তো দেখছি বিজেপি নেতা চুমুর টান ও চুমু খেতে খুব ভালোবাসে এই হচ্ছে বিজেপি পার্টির কীর্তি কলাপ অনেক কিছু বলার ছিল যাই হোক আর কিছু বলার নেই।” (সব বানান অপরিবর্তিত)


ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বিজেপি নেতা নয় বরং বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মন্ডল। পাশাপাশি, তিনি ওই মহিলাকে চুমু খাননি। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে চুমুর দৃশ্যটি ভিডিওতে যুক্ত করা হয়েছে।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১০ মার্চ STAR TV BIHAR নামক একটি ইউটিউব চ্যানেলে এই একই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। যে ভিডিও প্রতিবেদনের ৮ সেকেন্ডের ফ্রেমের সঙ্গে ভাইরাল ভিডিওর একদম শুরুর ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওর ব্যক্তিটি বিহারের গোপালপুরের জেডিইউ বিধায়ক গোপাল মন্ডল। তিনি গত ৯ মার্চ আয়োজিত একটি হোলি মিলন উৎসব চলাকালীন একজন মহিলা শিল্পীর হাতে টাকা দেওয়ার বদলে তার গালে একটি টাকার নোট আটকে দেন। 

তবে STAR TV BIHAR-এর ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করা সময় আমরা লক্ষ্য করি তাতে ভাইরাল ভিডিওর মতো বিধায়ক গোপাল মন্ডলকে ওই মহিলার মুখে ৫০০ টাকার একটি নোট স্পর্শ করার পর তার ঠোঁটে চুমু খেতে দেখা যায়নি। বরং সেখানে গোপাল মন্ডল ওই মহিলার মুখে টাকা আটকে দিলে সেই টাকা তার মুখ থেকে পড়ে গলার মালায় আটকে যায়। তখন মহিলা শিল্পী সেই টাকার নোটটি নিজের হাতে তুলে নেন। অন্যদিকে প্রায় সেই সঙ্গে সঙ্গেই গোপাল মন্ডলকে ওই মহিলা শিল্পীর পাশ থেকে চলে যেতে দেখা যায়। 

Advertisement

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে এই ঘটানার ভিডিও এবং ছবি-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ৯ মার্চ বিহারের ভাগলপুর জেলার নবগাছিয়া এলাকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল তথা জেডিইউ বিধায়ক গোপাল মন্ডলের নেতৃত্বে ‘এনডিএ হোলি মিলন সমারোহ’এর আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠান চলাকালীন উপস্থিত শিল্পীদের সঙ্গে গান গাইতে এবং নাচতে শুরু করেন গোপাল মন্ডল। এমতো অবস্থায় মঞ্চে গান চলাকালীন গোপাল মন্ডল একজন মহিলা শিল্পীর হাতে টাকা দেওয়ার পরিবর্তে তার গালে একটি ৫০০ টাকার নোট আটকে দেন তিনি। তবে কোনও প্রতিবেদনেই গোপাল মন্ডল ওই মহিলা শিল্পীকে চুমু খেয়েছেন বলে উল্লেখ করা হয়নি।

তবে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় আমরা সেটির শেষাংশে ওই মহিলা শিল্পীর হাতের আগুলগুলিতে অসঙ্গতি লক্ষ্য করি। এর ফলে আমাদের সন্দেহ তৈরি হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে ভাইরাল ভিডিওতে চুমুর দৃশ্যটি যুক্ত করা হলেও হতে পারে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এরপর ভাইরাল ভিডিওটিকে Cantilux নামক এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করা হয়। ওয়েবসাইটি ৬১ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ভিডিওটিতে চুমুর দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে যুক্ত করা হয়েছে। পাশাপাশি এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে দু'জন ব্যক্তির স্থির চিত্র বা সাধারণ ভিডিও নিয়ে তাকে চুমু খাওয়াপ দৃশ্যে পরিবর্তন করার একটি ট্রেন্ড লক্ষ্য করা গেছে। আর এইসব ভিডিওই শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্য়ম ফোর্বসেও একটি প্রতিবেদন পাওয়া যায়। 

এর থেকে প্রমাণ হয় যে, একজন বিজেপি নেতা প্রকাশ্য মঞ্চে একজন মহিলাকে চুমু খেয়েছেন দাবি করে সোশ্যাল মিডিয়া শেয়ার করা হচ্ছে এআই দ্বারা সম্পাদিত জেডিইউ বিধায়কের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে এক বিজেপি নেতাকে প্রকাশ্য মঞ্চে একজন মহিলাকে চুমু খেতে দেখা যাচ্ছে।

ফলাফল

ভিডিওর ব্যক্তিটি বিজেপি নেতা নয় বরং তিনি বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মন্ডল। পাশাপাশি তিনি ওই মহিলাকে চুমু খাননি। আসলে চুমুর দৃশ্যটি ভিডিওটিতে AI-এর সাহায্যে যুক্ত করা হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement