
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে কোনও একটি আদালত প্রাঙ্গণে উকিলের পোশাক পরিহিত এক ব্যক্তি একজন মহিলাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাতে দেখা যাচ্ছে। অন্যদিকে অক্রান্ত লাল পোশাক পরিহিতা মহিলা নিজের প্রাণ বাঁচানোর লক্ষ্যে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালাচ্ছেন।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটাই ভারতে মহিলাদের নিরাপত্তার আসল চিত্র। যেখানে একজন আইনজীবী আদালতের বাইরে একজন মহিলাকে গুলি করে হত্যা করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভারতে মেয়েদের এই ভাবে সম্মান দেওয়া হয় কোটের বাইরে উকিল এক মহিলাকে হত্যা করল।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে ২৫ লক্ষ টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে ২০২৩ সালের ২১ এপ্রিল দিল্লির সাকেত আদালত চত্বরে এক মহিলাকে গুলি করে বহিষ্কৃত এক উকিল। তবে এই ঘটনায় আক্রান্ত মহিলার মৃত্যু হয়নি বরং প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ২১ এপ্রিল টাইমস অফ ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লির সাকেত আদালত চত্বরে একজন মহিলাকে লক্ষ্য করে কমপক্ষে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় বহিষ্কৃত এক আইনজীবী। আক্রান্ত মহিলাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর উক্ত তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। এই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ লক্ষ টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে ২০২৩ সালের ২১ এপ্রিল দিল্লির সাকেত আদালত চত্বরে এম রাধা নামক ৪২ বছর বয়সী এক মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় কামেশ্বর সিং নামক বহিষ্কৃত এক উকিল। আক্রন্ত মহিলাকে লক্ষ্য করে মোট ৪ রাউন্ড গুলি করে কামেশ্বর।
এরমধ্যে তিনটি গুলি লাগে ওই মহিলার গায়ে (দুটি পেটে ও একটি হাতে) এবং একটি গুলি লাগে সেখানে উপস্থিত একজন উকিলের সহকারী অজয় সিং চৌহান নামক এক ব্যক্তির শরীরে। আক্রান্ত মহিলার বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার মামলা রয়েছে। এমনই একটি মামলায় ২০২২ সালের ডিসেম্বর মাসে ওই মহিলাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। যদিও পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাকে জামিন প্রদান করে।
২০২৩ সালের ২১ এপ্রিল এনডিটিভির একটি প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে দক্ষিণ দিল্লির ডিসিপি চন্দন চৌধুরীর একটি বিবৃতি পাওয়া যায়। সেখানে তিনি জানিয়েছেন, “দ্বিগুণ পরিমাণ অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আক্রান্ত মহিলা অভিযুক্ত উকিলের থেকে টাকা নিয়েছিল। এই ঘটনা সংক্রান্ত একটি পুরনো মামলার শুনানির জন্যই তারা দু’জনে আদালতে এসেছিল। তবে আক্রান্ত মহিলা বর্তমানে সুস্থ আছেন।” একাধিক প্রতিবেদনেও আক্রান্ত মহিলার সুস্থ থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এর থেকে স্পষ্ট হয় যে, দিল্লির সাকেত আদালত চত্বরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সত্যি হলেও তার মৃত্যুর দাবিটি সঠিক নয়।
ভিডিওটিতে একজন আইনজীবী ভারতের একটি আদালত চত্বরে এক মহিলাকে গুলি করে হত্যা করেছে।
২৫ লক্ষ টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে ২০২৩ সালের ২১ এপ্রিল দিল্লির সাকেত আদালত চত্বরে এক মহিলাকে গুলি করে বহিষ্কৃত এক উকিল। তবে এই ঘটনায় আক্রান্ত মহিলার মৃত্যু হয়নি বরং প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।