
বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর সংখ্যালঘু হিন্দুদের উপরে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ছবি। যেখানে মাটির উপরে পড়ে থাকা দুটি মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কিছু মানুষ। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মন্দিরে হামলার প্রতিবাদ করায় বাংলাদেশের টাঙ্গাইল জেলায় দুই ভাইকে খুন করেছে মুসলিম দুষ্কৃতীরা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সদস্য টাঙ্গাইল জেলার এই দুই ভাই। তাদের মন্দিরে হামলা ও ভাঙচুর করার প্রতিবাদে, মানব বন্ধন করায় এই দুই ভাইকে বিএনপি জামাত শিবিরের লোকজনরা রাতে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাদের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ👉 বিএনপি জামাত শিবিরের লোকজনদের বিরুদ্ধে মামলা নিবে না বলে ওদেরকে পাঠিয়ে দেয় তার ২ দিন পর জেলা পরিষদের পাশে বিলে এই দুই জনের লাশ পাওয়া যায়।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিতে যে দুটি মৃতদেহ দেখা যাচ্ছে তারা হিন্দু নয় বরং মুসলিম। পাশাপাশি ছবিটি টাঙ্গাইল নয় বরং ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের কুমিল্লা জেলায় তোলা হয়েছিল।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল ছবি ও দাবির সত্য়তা জানতে সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে এই একই ছবি-সহ একটি পোস্ট পাওয়া যায়। ছবিটি পোস্ট করে সেখানে উল্লেখ করা হয়েছে, “কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় নির্জন বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো জাফরগঞ্জের মনিরুল ইসলাম ও খাগড়াছড়ি রামগড় এলাকার মোহন মিয়া।”
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ করলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম এনটিভি-তে ওই দুই যুবকের মৃতদেহর ব্লার করা ছবি-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, “কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন দেবিদ্বার জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।”
পরবর্তী সার্চে ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম আজকের পত্রিকাতে এই সংক্রান্ত অন্য একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, “কুমিল্লার দেবীদ্বারে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি শুকনো বিল থেকে তাঁদের লাশ উদ্ধার করে দেবীদ্বার থানা-পুলিশ। দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। লাশ উদ্ধার হওয়া দুজন হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রুহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।” ফেসবুক পোস্ট এবং বিভিন্ন প্রতিবেদনে মৃত ওই দুই যুবক ও তাদের বাবার নাম থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে তারা হিন্দু নয় বরং মুসলিম ধর্মাবলম্বী। এমনকি তারা একে অপরের ভাইও নয়।
এর থেকে প্রমাণ হয় যে, বাংলাদেশের দুই মৃত মুসলিম যুবকের ছবি মিথ্যে সাম্প্রদায়িক রঙ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরে হামলার প্রতিবাদ করায় বাংলাদেশের টাঙ্গাইল জেলায় দুই ভাইকে খুন করেছে মুসলিম দুষ্কৃতীরা।
ভাইরাল ছবিতে যে দুটি মৃতদেহ দেখা যাচ্ছে তারা হিন্দু নয় বরং মুসলিম। পাশাপাশি ছবিটি টাঙ্গাইল নয় বরং ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের কুমিল্লা জেলায় তোলা হয়েছিল।