ফ্যাক্ট চেক: না, এই দৃশ্য ইজিপ্ট এয়ার ফ্লাইটের নয়

ইস্তানবুল থেকে রওনা দেওয়া তুনিস এয়ার বিমানের এক ভিডিওকে নিয়ে ছড়ানো হলো বিভ্রান্তিকর পোস্ট

Advertisement
ফ্যাক্ট চেক: না, এই দৃশ্য ইজিপ্ট এয়ার ফ্লাইটের নয় Egypt Air

বিমানযাত্রীদের ধস্তাধস্তি নিয়ে এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নরেন্দ্র কুমার নামক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি
ফেসবুকে পোস্ট করেছেন এবং দাবি করা হচ্ছে যে এটা ইজিপ্ট এয়ার বিমানের এক দৃশ্য। এই ভিডিওতে এক পুরুষ প্যাসেঞ্জারকে এক মহিলাকে চুল ধরে টেনে ঘুষি মারতে দেখা যাচ্ছে। ক্যাপ্শনে ইংরেজিতে লেখা আছে, "আপনি কি কখনো ইজিপ্ট এয়ারের কোনো বিমানে চড়েছেন?" পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে

 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। আমরা ভিডিওটি কীফ্রেমে ভাগ করার পর, সেই ছবিগুলিকে রিভার্স সার্চ করে ডেইলি মেইল সংবাদমাধ্যমের এক প্রকাশিত খবর খুঁজে পাই। জানা যাচ্ছে এই দৃশ্য ইস্তানবুল বিমানবন্দরের। তুনিসএয়ার নামক এয়ারলাইন সংস্থার বিমান টি.ইউ.২১৬'এ এই ঘটনাটি ঘটেছিলো ১০'ই এপ্রিল। এই খবরের লিংক থেকে জানা যাচ্ছে যে বিমানটি ৫ ঘন্টার ওপর বিলম্বিত থাকে এই ঘটনার জন্য।

এছাড়া আমরা অন্যান্য সংবাদমাধ্যমেও এই খবর খুঁজে পেয়েছি। সেই লিংক আপনারা দেখতে পাবেন এখানেএখানে, এবং এখানে। জানা যাচ্ছে যে ফ্লাইটের ব্যাগেজ রাখার কম্পার্টমেন্টকে কেন্দ্র করে ঘটেছিলো এই ঘটনা।  

এসব থেকে বোঝা যাচ্ছে যে এই ভিডিওর ইজিপ্ট এয়ারের কোনো যোগ নেই।  

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

এই ভিডিওটি ইজিপ্ট এয়ারের এক বিমানের দৃশ্য

ফলাফল

এই ভাইরাল ভিডিওটি তুনিসএয়ার এয়ারলাইনের বিমানের ঘটনা এবং এটার সাথে ইজিপ্ট এয়ারের কোনো যোগ নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement