ফ্যাক্ট চেক: ইন্দোনেশিয়ার বিনোদন পার্কের অংশ গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ভারতে মসজিদ ভাঙার দৃশ্য বলে প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয় বরং ইন্দোনেশিয়ার এবং এখানে কোনও মসজিদ ভাঙতে দেখা যাচ্ছে না।

Advertisement
ফ্যাক্ট চেক: ইন্দোনেশিয়ার বিনোদন পার্কের অংশ গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ভারতে মসজিদ ভাঙার দৃশ্য বলে প্রচার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যেখানে মসজিদের মতো দেখতে একটি কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি শেয়ার করে অনেকেই লিখেছেন যে ভারতে এমনভাবে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে।

উদাহরণস্বরূপ, এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এভাবে ভারতে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে!! বাংলাদেশে মন্দির ভাঙলে এতক্ষণে কেয়ামত শুরু হয়ে যেত।" (বানান অপরিবর্তিত)

কেউ কেউ আবার এই একই ভিডিও পোস্ট করে ক্য়াপশনে লিখছেন, "ভারতে প্রতিনিয়ত ভাঙা হচ্ছে মসজিদ। বিভিন্ন ভারতীয় পেইজ সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আর হিন্দুরা কমেন্টে পৈশাচিক আনন্দ নিচ্ছে।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয় বরং ইন্দোনেশিয়ার এবং এখানে কোনও মসজিদ ভাঙতে দেখা যাচ্ছে না।

যেভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিও-র থেকে কিছু স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে হুবহু ওই একই কাঠামো ভেঙে ফেলার অন্য অ্যাঙ্গেল থেকে তোলা একটি ভিডিও একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটিতে ব্যবহার হওয়া হ্যাশট্যাগ থেকে আন্দাজ করা যায় যে ভিডিওটি হিবিস্ক নামের কোনও ফ্যান্টাসি পার্কের হতে পারে।

এই কিওয়ার্ডের সঙ্গে সাযুজ্য রেখে কিওয়ার্ড সার্চ করলে একটি ৫৩ মিনিটের দীর্ঘ ভিডিও পাওয়া যায় যেখানে ওই একই কাঠামো ভেঙে ফেলতে দেখা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কিওয়ার্ড সার্চ থেকে জানা যায় হিবিস্ক ফ্যান্টাসি পুঞ্চাক পার্কটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত।

Advertisement

ভাইরাল ভিডিও-র স্ক্রিনশটের সঙ্গে ইন্দোনেশিয়ার হিবিস্ক ফ্যান্টাসি পার্কের একটি ভিডিও-র স্ক্রিনশটের তুলনা করলে স্পষ্ট হওয়া যায় যে ভাইরাল ভিডিওটি ভারতের ন.য় বরং ইন্দোনেশিয়ার।

কম্পাস ডটকম নামে ইন্দোনেশিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলেও একই ভিডিও আপলোড করা হয়েছিল গত ৮ মার্চ। বিবরণ অনুযায়ী, ভিডিওটি পশ্চিম জাভার বোগোরের পুঞ্চাক এলাকায় অবস্থিত হিবিস্ক ফ্যান্টাসি পর্যটনকেন্দ্রের।  

এরপর কম্পাস ডটকম-এর এবং সিএনএন ইন্দোনেশিয়ায় প্রকাশিত মার্চ মাসের একাধিক রিপোর্ট থেকে জানা যায়, হিবিস্ক ফ্যান্টাসি পার্কটি মাত্র ৪,৮০০ বর্গমিটার জমিতে নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এই পার্কটি ১৫,০০০ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এবং এই পার্কের পরিচালকদের নিয়ম লঙ্ঘনের জন্য শুরু থেকেই সতর্ক করা হয়েছিল। 

অবৈধ নির্মাণের কারণে পশ্চিম জাভার বোগোর এলাকায় বন্যার ঝুঁকিও বেড়েছে। ৬ মার্চ ২০২৫ তারিখে, পশ্চিম জাভার গভর্নর ডেড মুলিয়াদি পরিবেশগত ও ভূমি অনুমতি লঙ্ঘন, অনুমোদিত সীমার বাইরে নির্মাণ এবং অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি ভবন নির্মাণের কারণে হিবিস্ক ফ্যান্টাসি পার্ক ভেঙে ফেলার নির্দেশ দেন।   

সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে ইন্দোনেশিয়ার ফ্যান্টাসি পার্কের একটি ভিডিওকে ভারতে মসজিদ ভাঙার দৃশ্য দাবি করে ছড়ানো হচ্ছে।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে ভারতের মসজিদ ভাঙার দৃশ্য দেখা যাচ্ছে।

ফলাফল

এই ভিডিওটি ইন্দোনেশিয়ার হিবিস্ক ফ্যান্টাসি পার্কের এবং এই কাঠামোটি মসজিদের নয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement