ফ্যাক্ট চেক: ঝড়-বৃষ্টির জেরে কানপুরে বন্যা পরিস্থিতি? না, ভিডিওটি অন্য রাজ্যের 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের কানপুর শহরে নয়। সেখানে ঝড়-বৃষ্টি হলেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এটি মহারাষ্ট্রের পুণে শহরের। 

Advertisement
ফ্যাক্ট চেক: ঝড়-বৃষ্টির জেরে কানপুরে বন্যা পরিস্থিতি? না, ভিডিওটি অন্য রাজ্যের 

বর্ষাকালে অতিবৃষ্টির ফলে শহরে জল জমার সঙ্গে পরিচিত সকলেই। দেশের একাধিক রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টিপাত শুরুও হয়ে গিয়েছে। এই আবহে কোনও শহরাঞ্চলের জমা জলের একটি ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একে উত্তর প্রদেশের কানপুরের দৃশ্য বলে দাবি করছেন। 

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "বাংলার রাস্তায় সামান্য জল জমলে যে সব চাড্ডিরা ষাঁড়ের মত চিল্লায় তাদের জন্য মোদিজির মেগা সিটি কানপুরের ছবি! পুরো ঝিলকে উসপার।"

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের কানপুর শহরে নয়। সেখানে ঝড়-বৃষ্টি হলেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এটি মহারাষ্ট্রের পুণে শহরের। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর হ্যান্ডেলে পাওয়া যায়। তিনি সেই ভিডিওটি পোস্ট করে একে মহারাষ্ট্রের পুণে শহরের ঘটনা বলে উল্লেখ করেন। 

ক্যাপশনে তিনি লেখেন, "পুণে, ২০ মে, ২০২৪: মঙ্গলবার পুণের প্রিমিয়াম আইটি হাব হিঞ্জাওয়াড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। ৭৪ মিমি ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র জলাবদ্ধতা এবং পুরো এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম বিলম্বের কথা জানিয়েছেন, অ্যাম্বেসি কোয়াড্রা থেকে টিসিএস ফেজ ৩ পর্যন্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।"

এর পাশাপাশি আরও কিছু ইনস্টাগ্রাম পেজেও ভিডিওটি পুণে শহরের বলা জানানো হয়। 


কিওয়ার্ড সার্চ করে একাধিক নিউজ রিপোর্টও পাওয়া যায়। গত ২০ মে প্রকাশিত রিপোর্টগুলিতে লেখা হয়, মঙ্গলবার অতিবৃষ্টির জেরে পুণে বিমানবন্দর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে যায়। মূলত সোমবার রাত থেকে এই বৃষ্টিপাত শুরু হয় যায় ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়। 

Advertisement

ভিডিওটির স্থান সম্পর্কে নিশ্চিত হতে পুণের হিঞ্জাওয়াড়ি এলাকায় ডমিনোজ পিৎজ়া এবং ম্যাকডোনাল্ডসের কোনও স্টোর আছে কিনা সেই বিষয়টি গুগল ম্যাপে করি। কারণ ভিডিওতে পাশাপাশি ডমিনোজ পিৎজ়া এবং ম্যাকডোনাল্ডস স্টোরের লোগো দেখতে পাওয়া যাচ্ছে। 

গুগল ম্যাপে পুণের হিঞ্জাওয়াড়ি এলাকায় আমরা ওই একই জায়গায় ডমিনোজ পিৎজ়া এবং ম্যাকডোনাল্ডসের স্টোর, এবং তার সামনে বাস যাত্রীদের ছাউনি একই ভাবে দেখতে পাই। উভয় এলাকার তুলনা করলে স্পষ্ট হয়ে যায় যে, ভাইরাল ভিডিওটি কানপুরের নয়, বরং মহারাষ্ট্রের পুণে শহরের। 

যদিও ভিডিওটি গত ২০ মে-র, নাকি তারও আগের, এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি যে কোনও ভাবেই উত্তর প্রদেশের কানপুর শহরের নয়, সেই বিষয়ে কোনও সংশয় থাকে না। 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের কানপুরের যেখানে বৃষ্টিতে দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

ফলাফল

এই ভিডিওটি কানপুরের নয়, উত্তর প্রদেশেরও নয়, বরং মহারাষ্ট্রের পুণে শহরের।  

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement