ফ্যাক্ট চেক: জ্যোতি বসু ও মমতার সৌজন্য বিনিময়ের ছবি ঘিরে বিভ্রান্তিকর দাবি, ভাইরাল পোস্ট

২০০৭ সালের জুন মাসে নিজের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যোতি বসু। তৎকালীন রাজ্য-রাজনীতির জ্বলন্ত ইস্যু সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে তাঁরা আলোচনা করেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: জ্যোতি বসু ও মমতার সৌজন্য বিনিময়ের ছবি ঘিরে বিভ্রান্তিকর দাবি, ভাইরাল পোস্টএক ফ্রেমে জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ তথা ভারতের বামপন্থী রাজনীতির অন্যতম পুরোধা ছিলেন জ্যোতি বসু। ২৩ বছর ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর শাসনকালেই বাংলায় আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের উদয় হয়েছিল। তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, মতাদর্শগত বিরোধিতা থাকলেও, জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরকে অত্যন্ত সম্মান করতেন। সেজন্যই হয়ত 'জ্যোতিবাবু' অসুস্থ হতেই তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও প্রতি বছর প্রয়াণ দিবসে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান বর্তমান মুখ্যমন্ত্রী। এমনকী জ্যোতি বসু মেমোরিয়ালের জন্য জমিও বরাদ্দা করেছে রাজ্য সরকার।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নয়া কটাক্ষ। নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছেন, মমতার কাছে মাথানত করেছিলেন জ্যোতি বসু, তাঁর নেতৃত্ব স্বীকার করেছিলেন ইত্যাদি নানান কথা। একটি ছবি শেয়ার করে এই দাবি করেছেন অনেকে। (পোস্টের আর্কাইভ লিঙ্ক)

যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রীকে নমস্কার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশে দাঁড়িয়ে রয়েছেন, কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। ছবির সঙ্গে লেখা রয়েছে, "কি কমরেড, মনে পড়ে? বাংলার ২৩ বছরের মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের সর্বচ্চ নেতা..তাঁকেও মাথা নত করতে হয়েছিল - অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। মেনে নিয়েছিলেন, মমতা নামক বাস্তব কে…
আর এখন টুম্পা সোনা, কলা চোর, কোচি লেনিনরা - দিদিকে অপমান করছে..মুর্খ তোরা আকাঠ মুর্খ" (পোস্টের বানান অপরিবর্তিত)

এই ছবিটি শেয়ার করে একই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত।

সত্যিই কি এটা মমতার কাছে জ্যোতি বসুর মাথানত করার ছবি?

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে, এই নির্দিষ্ট ছবি দিয়ে যে দাবিটি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

আফয়া অনুসন্ধান

তদন্তের শুরুতে আমরা কিওয়ার্ড সার্চের সাহায্য নিই। "Mamata Banerjee Jyoti Basu" এই কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করে, ইমেজ সেকশনে যেতেই আমাদের সামনে আসল ছবিটি হাজির হয়। 'দ্য হিন্দু'-তে প্রকাশিত হয়েছিল ছবিটি। ইংরেজিতে যার ক্যাপশনে লেখা রয়েছে, "২০০৭ সালের ৪ জুন কলকাতার সল্টলেকের বাসভবনে, প্রবীণ বাম নেতা জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

Advertisement

২০০৭ সালের ৪ জুন কী কারণে জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এই বিষয়ে জানতে আমরা রিভার্স সার্চ পদ্ধতির সাহায্য নিই এবং সঙ্গে সঙ্গে আমাদের সামনে একাধিক প্রতিবেদন বেরিয়ে আসে, সেগুলোতেও এই নির্দিষ্ট ছবিটি ব্যবহার করা হয়েছে।

২০০৯ সালে  ১৩ জুন, The Economic Times পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের দিকে আমাদের নজর পড়ে। ওই প্রতিবেদনে তৃতীয় অনুচ্ছেদ থেকেই জানা যায়, ২০০৭ সালের ৫ জুন নিজের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যোতি বসু। তৎকালীন রাজ্য-রাজনীতির জ্বলন্ত ইস্যু সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে তাঁরা আলোচনা করেছিলেন। পরস্পরকে সৌজন্য দেখিয়েছিলেন। 

২০০৭ সালের ৬ জুন একই খবর প্রকাশিত হয়েছিল 'মুম্বই মিরর' প্রতিকাতেও।


সুতরাং এর থেকেই প্রমাণিত ছবিটি ২০০৭ সালের ৪ জুনের। সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্য়ুতে আলোচনা করতে ওইদিন জ্যোতি বসুর বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথানত করা নয়, নমস্কার করে বাড়িতে আগত অতিথি মমতার প্রতি সৌজন্য দেখান জ্যোতি বসু।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

একটি ছবি শেয়ার করে নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছেন, মমতার কাছে মাথানত করেছিলেন জ্যোতি বসু। তৃণমূল নেত্রীর নেতৃত্ব স্বীকার করে নিয়েছিলেন বাম নেতা।

ফলাফল

ছবিটি ২০০৭ সালের ৪ জুনের। সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্য়ুতে আলোচনা করতে ওইদিন জ্যোতি বসুর বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথানত নয়, নমস্কার করে বাড়িতে আগত অতিথি মমতাকে সৌজন্য দেখান জ্যোতি বসু।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement