scorecardresearch
 

ফ্যাক্ট চেক: জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে হাসিনা? না, ভাইরাল ভিডিওটি পুরনো

সম্প্রতি সোশ্যাল মিডিায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনো যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন শেখ হাসিনা।

Advertisement

গত ১০ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। যেখানে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যয়ের আলোচনা সভা। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২২-২৭ সেপ্টেম্বর এই অধিবেশনে যোগ দেবেন দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অধিবেশন যোগ দেওয়া সংক্রান্ত একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আমেরিকায় বসবাসকারী কিছু বংলাদেশি নাগরিক শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউইয়র্ক বিমান বন্দরে উপস্থিত হয়েছেন। সেটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি শেখ হাসিনা। বরং তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসাবেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পদত্যাগ না করায় জাতিসংঘের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যাচ্ছেন। নিউইয়র্কবাসী অপেহ্মারত, আল্লাহ দেশবাসীর মনের আশা পূর্ন করুন।” (সব বানান অপরিবর্তিত।) পাশাপাশি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে থেকে আসা ভয়েসওভারেও এই একই দাবি করে বলা হচ্ছে।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং সেটি ২০২২ সালের ২০ সেপ্টেম্বর শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন যোগ দেওয়ার আগের মুহূর্তে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তোলা হয়।

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক করণ গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু ভিডিওটিতে দাবি করা হচ্ছে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসাবেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। আর এই দাবি সত্যি হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই বিভিন্ন জাতীয় তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হত। কিন্তু আমরা আমাদের সার্চে এই ধরণের কোনও তথ্য খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।

Advertisement

তবে ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমরা সেটির ৩৬ সেকেন্ডে ‘জাতিসংঘে ৭৭ তম সাধারণ অধিবেশন’ লেখাটি দেখতে পাই। যা থেকে অনুমান করা যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের না হয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময়ের হলেও হতে পারে।

এরপর উক্ত সূত্র ধরে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম চ্যানেল আই-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাই। প্রতিবেদনটির বিস্তারিত অংশে লেখা হয়েছে "জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত দশটা ত্রিশ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও কয়েকটি সাইড লাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বিমানবন্দরে আনন্দ সমাবেশ ও মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন নীলাদ্রি শেখর।"

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যুক্তরাষ্ট্র গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক সেই প্রতিবেদনের ২৭ সেকেন্ডের ফ্রেমের সঙ্গে আমরা ভাইরাল ভিডিওর ৩৬ সেকেন্ডের ফ্রেমের হুবহু মিল খুঁজে পাই। আমরা উভয় ভিডিওতে একই স্থান এবং একই পোশাক পরা ব্যক্তিদেরকে চিহ্নিত করতেও সক্ষম হই।  

এই সংক্রান্ত পরবর্তী সার্চে আমরা ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ভাড়া বিমান নিউইয়র্ক জেএফকে  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।”

এর থেকে প্রমাণ হয় শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনো যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন দাবি করে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি ২০২২ সালে তোলা।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনো যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন শেখ হাসিনা।

ফলাফল

ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং সেটি ২০২২ সালের ২০ সেপ্টেম্বর তোলা। সেই সময় শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement